Dr. Anwarul Islam from Ishwardi. পৌর কর্মচারি ইউনিয়নের ডাকে সারাদেশে আজ থেকে দুই দিন ব্যাপি ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের কারণে সারাদেশের ৩৩৭টি পৌর এলাকা অচল হয়ে পড়েছে।
সারা দেশের সঙ্গে ঈশ্বরদী পৌরসভাতেও এই ধর্মঘট পালিত হচ্ছে। দুইদিন ব্যাপি ধর্মঘটের আজ প্রথম দিন। একমাত্র খাবার পানি সরবরাহ ছাড়া পৌর এলাকার রাস্তাঘাটে বিদ্যুৎ সরবরাহসহ সকল পৌর সার্ভিস বন্ধ রয়েছে। যে কারণে পৌরবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কর্মচারি ইউনিয়ন সূত্রে জানা গেছে, পৌর কর্মচারিরা দীর্ঘদিন যাবত বেতন ভাতাদি পাচ্ছেন না। যে কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। পৌর কর্মচারি ইউনিয়ন দীর্ঘদিন ধরে তাদের বেতন ভাতাদি রাজস্ব খাতে নেওয়ার জন্য দাবি করে আসছে। কিন্তু সরকার সেই দাবিকে উপেক্ষা করে আসছে। যে কারণে তারা এমন কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।
স্থানীয় কর্মচারি ইউনিয়নের পক্ষ থেকে তাদের মূল দাবি পৌর কর্মচারিদের বেতন ভাতাদি রাজস্ব খাতে নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।