The Dhaka Times Desk কিছুদিন আগে আমরা ৭ ইঞ্চি গ্যালাক্সি ট্যাবলেট এর উন্মোচন দেখিছি। সম্প্রতি স্যামসাং ৮ ইঞ্চি গ্যালাক্সি ট্যাবলেট ৩ সিরিজ এর উন্মোচন করার ঘোষনা করল।
৮ ইঞ্চি স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ এর ওজন ৩১৪ গ্রাম। ২০৯.৮ মিঃ মিঃ x ১২৩.৮ মিঃমিঃ x ৭.৪ মিঃ মিঃ আকৃতির ট্যাবলেটটি Android 4.2.2 (Jelly Bean) অপারেটিং সিস্টেম এ চলে এবং ১.৫ গিগাহার্টস Exynos ডুয়াল কোর প্রসেসর যুক্ত করা আছে। WXGA TFT ১২৮০ x ৮০০ পিক্সেল আর ১৮৯ পিপিআই ডিসপ্লের সুদৃশ্য ভারসাম্যের সাথে আছে ১.৫ জিবি র্যাম। ৫ মেগা পিক্সেল এর প্রধান ক্যামেরার সাথে এতে সম্মুখে আরো আছে ১.৩ মেগা পিক্সেল এর ক্যামেরা। ট্যাবলেটটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি কিংবা ৩২ জিবি হলেও ৬৪ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সার্পোট করে। ডিভাইসটি একটি স্ট্যান্ডার্ড মানের লিথিয়াম-আয়ন ৪,৪৫০ mAH ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
৮ ইঞ্চি স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৩ ওয়াইফাই সাপোর্ট করে, ৪.০ ব্লু টুথ সহ আছে GLONASS নেভিগেশন। স্যামসাং এর লেটেস্ট স্যুট টাচউইজ এ্যাপস যেমন স্যামসাং হাব মিউজিক, গেমস এবং ভিডিও এ্যাপস স্যামসাং ট্রান্সলেটর, এস ট্রাভেল, চ্যাট-অন এবং ডুয়াল ভিউ এ্যাপস থাকছে। গুগল Play Store এবং গুগলের অন্যান্য এ্যাপস যেমন গুগল ম্যাপস, Youtube, Google Now এতে ফিচার করা হয়েছে।
স্যামসাং ট্যাবলেট এর দাম এর বিষয়ে কোন তথ্য প্রকাশ করে নি। তবে এটা বলা হয়েছে ট্যাবলেটটি বিশ্বব্যাপী জুন মাসের মধ্যে পাওয়া যেতে পারে। উল্লেখ্য ট্যাবলেটটির থ্রি জি এবং ফোর জি সংস্করণও থাকবে।
References: The Tech Journal