The Dhaka Times Desk বদলে যাচ্ছে সুপার হিরো সুপারম্যানের পোশাক, আগের সেই নীল বডি স্যুটের ওপর লাল আন্ডার প্যান্ট আর থাকছেনা জনপ্রিয় সুপারম্যান সিরিজের নতুন মুক্তি পেতে যাওয়া ‘ম্যান অব স্টিল’ ছবিতে।
সুপারম্যান চরিত্রে অভিনেতা Henry Cavill কে নতুন ছবিতে দেখা যাবে কালো শেডের নতুন পোশাকে। থাকছে না আগের শর্টসও। হালকা নীল রঙের নতুন এ পোশাক উচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। নতুন এ পোশাকে কোমরের চারপাশ গাঢ় নীল রঙে আবৃত থাকবে। এ পোশাকে সুপারম্যানকে পেশীবহুল ও সুঠাম দেহী দেখাবে।
ছবির পরিচালক Zack Snyder জানান এটি কেবল আধুনিক সাজে সুপার হিরোকে উপস্থাপনের প্রয়াস মাত্র বাকিটা দর্শকের পছন্দের উপর নির্ভর করছে।
ছবির প্রযোজক Chuck Roven বলেন, “ ছবির দুই কস্টিউম ডিজাইনার, পরিচালক Zack Snyder কে অনেক গুলো ডিজাইন দেখান ওখান থেকেই পরিচালক এই কস্টিউম পছন্দ করেন।
ছবির দুই কস্টিউম ডিজাইনার Jim Acheson ও Michael Wilkinson কেউই পোশাকের নতুন ডিজাইন নিয়ে কোনো মন্তব্য করেননি। সুপারম্যান চরিত্রের রহস্য রাখতেই তাদের এই নীরবতা।
সুপারম্যান ভক্তদের আর বেশীদিন অপেক্ষা করতে হচ্ছেনা ’ম্যান অব দি স্টিল’ ছবিটি ১৪ জুন মুক্তি পাবে। ‘ম্যান অব দি স্টিল’ ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ২২৫ মিলিয়ন ডলার।
Source: Times of India