Finally, the Chinese space laboratory crashed into the earth

The Dhaka Times Desk চীনা মহাকাশ পরীক্ষাগার পৃথিবীতে আছড়ে পড়েছে। এই মহাকাশ পরীক্ষাগার নিয়ে দীর্ঘদিন ধরেই দুনিয়া জোড়া আলোচনা চলছিল। অবশেষে এটি টুকরো হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পড়ে।

সংবাদ মাধ্যমগুলোর খবরে জানা যায়, চীনের অকেজো মহাকাশ গবেষণাগার টিয়ানগং-১ অবশেষে পৃথিবীতে ভেঙে পড়েছে। ৮ টন ওজনের বিশাল এই মডিউলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর অধিকাংশই পুড়ে যায়। তারপর সেটি টুকরো হয়ে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। আজ (সোমবার) গ্রিনিচ মান সময় ৮টা ১৬ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৬ মিনিট) এটি ভেঙে পড়েছে।

বিবিসির এক খবরে বলা হয়, গবেষকরা আগেই জানিয়েছিলেন যে, নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে ভেঙে পড়বে চীনের এই মহাকাশ গবেষণাগার তিয়ানগং-১। তবে গবেষকরা সঠিক সময় নির্ধারণ করতে পারেননি। অবশেষে আজ সেটি ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া নিয়েও বেশ শংকা ছিলো। কারণ কখন কোথায় গিয়ে পড়ে তা নিয়ে সকলেই ভীত ছিল।

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয় যে, মডিউলটির সঙ্গে চীনের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে এর পতনের ওপর কোনো নিয়ন্ত্রণই ছিল না তাদের। তবে পৃথিবীতে ভেঙে পড়া নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দেন গবেষকরা।

টিয়ানগং-১ সম্পর্কে যুক্তরাজ্যের মহাকাশ সংস্থার প্রধান প্রকৌশলী রিচার্ড ক্রোথার বলেছিলেন, বিশাল ওজনের টিয়ানগং-১ মডিউলটি পৃথিবীতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়লেও তা থেকে ক্ষতি হওয়ার ঝুঁকি খুবই কম। কারণ এটি পৃথিবীতে প্রবেশের আগেই পুড়ে ছাই হয়ে যাবে। এর টুকরো অংশগুলো সমুদ্রে পড়তে পারে। এটি কবে এবং কখন পৃথিবীতে পড়বে, সঠিক সময় পরে জানা যাবে বলে জানানো হয়েছিলো।

হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষক জোনাথান ম্যাকডোয়েলের তথ্যানুযায়ী, মানুষের তৈরি নিয়ন্ত্রণহীন ৫০ তম বস্তু হিসেবে টিয়ানগং পৃথিবীতে পড়লো।

উল্লেখ্য, ২০১১ সালে মহাশূন্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাতে এই মডিউলটি পাঠায় চীন। ২০২২ সাল নাগাদ মহাশূন্যে মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্যে এই মিশন শুরু করে চীন।

২০১৬ সালেই ১০ মিটার দীর্ঘ টিয়ানগং মডিউলটির সঙ্গে চীনা গবেষকদের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হতেই এটি পৃথিবীর দিকে ফিরে আসছিল। ইউরোপিয়ান স্পেস এজেন্সির নেতৃত্বে ১৩টি মহাকাশ সংস্থা রাডারসহ নানা অপটিক্যাল যন্ত্রপাতি দিয়ে ওই মডিউলটির গতিপথ পর্যবেক্ষণ করে আসছিলেন।

This post was last modified on এপ্রিল ২, ২০১৮ 12:36 pm

Staff reporter

Recent Posts

অনিয়ন্ত্রিত ক্যাফেইন গ্রহণে শরীরের যে ক্ষতি হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের অনেকেরই যখন-তখন চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে। তবে…

% days ago

বছরের অন্যতম সেরা সিনেমা ‘ট্রেন ড্রিমস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…

% days ago

শীতকালীন ঝড়ে গাজায় চরম মানবিক বিপর্যয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…

% days ago

হঠাৎ ধরা পড়লো তাসমানিয়ার সৈকতে ওপারফিস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…

% days ago

গাছিদের রস সংগ্রহের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…

% days ago

আপনি কেনো খাবেন ছোট মাছ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…

% days ago