The Dhaka Times Desk শুভ সকাল। বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ খৃস্টাব্দ, ৫ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, ১ শাবান ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

যে দৃশ্যটি আপনারা দেখছেন সেটি সিলেটের নতুন বিছানাকান্দি ‘উতমাছড়া’। সত্যিই এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বিদ্যমান এই স্থানটিতে।
সিলেটের বিছানাকান্দির কথা আমরা অনেক শুনেছি। তবে এটি বিছানাকান্দির চেয়েও সুন্দর নতুন আরেকটি পর্যটন কেন্দ্র। প্রকৃতির সৌন্দর্যে শোভিত অপরূপ এই লীলাভূমির নাম হলো ‘উতমাছড়া’।
প্রকৃতির এক অসাধারণ রূপ-লাবন্যে ঘেরা এই স্থানটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের অন্তর্গত। গরমের অস্বস্তি হতে প্রকৃতির কাছ থেকে শান্তি পেতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই ‘উতমাছড়া’য়। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
Image and information: Courtesy of www.oursylhet.com.