The Dhaka Times Desk বর্তমান সময়ের আলোচিত দুই নায়ক-নায়িকা শাকিব-বুবলী। ইতিমধ্যেই তাদের মুক্তিপ্রাপ্ত ছবি বেশ হিট হয়েছে। এই জুটির নতুন ছবি হলো ‘প্রিয়তমা’। এবছরের শেষের দিকে শুটিং শুরু হবে।
নতুন এই ‘প্রিয়তমা’ ছবিটি শাকিব খানের প্রযোজনায় নির্মিত হতে চলেছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস হতে এই সিনেমা নির্মাণ করা হবে বলে জানা গেছে। এই সিনেমার শুটিং শুরুর তারিখ ও মুক্তির দিনও ধার্য করা হয়েছে।
সংবাদ মাধ্যমকে শাকিব খান বলেছেন, ‘সিনেমার গল্প ও চিত্রনাট্য ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। শুটিং এর স্থানও নির্বাচিত হয়েছে। আশা করছি আগামী অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারবো।’
শাকিব খান জানান, ‘দেশ ও দেশের বাইরের কলাকুশলীদের সমন্বয়ে একটি টিমের মাধ্যমে কাজ শুরু করা হবে। সব ধরণের উন্নত কারিগরি ব্যবস্থাপনায় তৈরি হবে এই সিনেমাটি। বাজেটও থাকবে বেশ বড় অঙ্কের। আমি এই সিনেমার জন্য খরচ ধরে রেখেছি ৪ কোটি টাকা।’
বর্তমান সময়ে এতো বড় বাজেট নিয়ে সিনেমা নির্মাণ করে লোকশানের ঝুঁকি থাকতেই পারে। সেই ঝুঁকি এড়াতে নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাকিব খান।
শাকিব খান বলেছেন, ‘একটি নির্দিষ্ট পরিকল্পনা করে, সঠিক পথে কাজ করলে ঝুঁকির কোনো সুযোগই নেই। সে করণে আগেই আমরা সিনেমাটির শুটিং এবং মুক্তির দিন ধার্য করে নিয়েছি।’
‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন, ‘প্রিয়তমা সিনেমার শুটিং হবে ঢাকা, চট্টগ্রামের মহেশখালী, কক্সবাজার ও ভারতের রামুজি ফিল্ম সিটি এবং লাদাখে। এই ছবি হবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘হিরো-দ্য সুপারষ্টার’ ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো।