The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

A young man named Suyash Dixit is the king of the country after discovering it himself!

রাজ্যের নাম 'কিংডম অব দিক্ষিত'

The Dhaka Times Desk একজন পর্যটক গিয়েছিলেন দেশ ভ্রমণে। ভ্রমণে গিয়ে নিজেই আবিষ্কার করলেন একটি দেশ। আবার আবিষ্কারের পর সেই দেশের রাজাও হলেন তিনি নিজেই! পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার ওই ব্যক্তির নাম সুযশ দীক্ষিত।

নিজেই দেশ আবিষ্কার করে সেদেশের রাজা হলেন সুযশ দীক্ষিত নামে এক তরুণ! 1

সম্প্রতি তিনি একটি দেশের রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের এই তরুণ বর্তমানে আমেরিকার সফটিনেটর নামের একটি তথ্য প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গুগল, মাইক্রোসফট, জোমাটো’র মতো কোম্পানির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সুযশ দীক্ষিতের।

পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর স্থানে ঘুরে বেড়ানো সুযশের এক নেশা। অন্য তরুণদের মতোই তিনি। তবে সম্প্রতি একটি ‘নো ম্যানস ল্যান্ডে’ নিজের রাজত্ব কায়েম করে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন এই যুবক। ফেসবুকে পোস্ট দিয়ে তার রাজ্যের নাম উল্লেখ করেছেন। রাজ্যের নাম ‘কিংডম অব দিক্ষিত’।

জানা গেছে, সুযশ দীক্ষিত ওই পোস্টে নিজের দেশের জাতীয় পতাকাও প্রকাশ করেছেন। শুধু তাই নয়, জাতীয় প্রাণী হিসেবে টিকটিকির নামও ঘোষণা করেছেন সুযশ দীক্ষিত। সেইসঙ্গে নিজের ভাইকে দেশের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী এবং সামরিক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন! বাবাকে জন্মদিনের উপহার হিসেবে দেশটির সবচেয়ে সম্মানজনক পদ রাষ্ট্রপতির দায়িত্ব তুলে দিয়েছেন সুযশ দীক্ষিত!

প্রকৃত ঘটনা হচ্ছে, মিশর ভ্রমণে গিয়েছিলেন এই তরুণ সুযশ দীক্ষিত। সেখান থেকে বির তওয়াইয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। মিশর এবং সুদানের মধ্যের এই এলাকাটি কোনো দেশের আওতাতেই পড়ে না।

নিজেই দেশ আবিষ্কার করে সেদেশের রাজা হলেন সুযশ দীক্ষিত নামে এক তরুণ! 2

তিনি জানিয়েছেন, বহু অনুরোধের পর একটি গাড়ি ওই এলাকায় যেতে রাজি হয়েছিলো। যেহেতু জায়গাটি কোনো দেশের মধ্যেই পড়ে না, তাই নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো ব্যবস্থাও সেখানে নেই। মিশরের সেনারা জানিয়েছিলেন যে, সেখানে গেলে সেনা আউটপোস্টের কোনো রকম ছবি তোলা যাবে না। শর্ত দেওয়া হয়েছিল একদিনের মধ্যেই ফিরে আসতে হবে। সেখানে নিয়ে যাওয়া যাবে না কোনো মূল্যবান সামগ্রীও।

শেষ পর্যন্ত সব শর্ত মেনে নিজে ৬ ঘণ্টা গাড়ি চালিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছান সুযশ দীক্ষিত। তারপর নিজেকে সেখানকার রাজা ঘোষণা করেন। নিজ দেশের একটি পতাকা এবং কিছু গাছের বীজ বপন করে রাজত্ব প্রতিষ্ঠা করে আসেন। এখানের অনুর্বর, মরুভূমিতে উন্নত প্রযুক্তির সাহায্যে উৎপাদক ও বাসযোগ্য অঞ্চলে পরিণত করবেন বলে দাবি করেছেন সুযশ দীক্ষিত। সেইসঙ্গে বিষয়টিতে স্বীকৃতি পেতে জাতিসংঘের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সুযশ দীক্ষিত।

তবে ‘কিং দীক্ষিত’ প্রথম ব্যক্তি তা কিন্তু নন, এখানে রাজত্বের দাবিদার হিসেবে ইতিপূর্বে এক আমেরিকান নাগরিক নিজের মেয়েকে এই অঞ্চলের রাজকুমারী বানানোর লক্ষ্যে এখানে আসেন।

যদিও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তি এরকম জায়গার অধিকার দাবি করতে পারেন না। কোনো রাজ্য কিংবা দেশই জায়গার দাবিদার হতে পারে। হয়তো সুযশ দীক্ষিত এর ক্ষেত্রেও ঘটবে এমনই পরিণতি।

Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish