The Dhaka Times Desk মাথায় হেলমেট না নিয়ে রাস্তার বের হলেই জরিমানা গুণতে হয়। সেটিই স্বাভাবিক নিয়ম। কিন্তু এক ব্যক্তি দিব্বি হেলমেট ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। যথারিতি ট্রাফিক পুলিশ তাকে থামালেন। কিন্তু তার মাথাতেই ঢোকে না হেলমেট! তাহলে জরিমানা কিভাবে নেবে পুলিশ?
মাথায় হেলমেট না নিয়ে রাস্তার বের হলেই জরিমানা গুণতে হয়। সেটিই স্বাভাবিক নিয়ম। কিন্তু এক ব্যক্তি দিব্বি হেলমেট ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। যথারিতি ট্রাফিক পুলিশ তাকে থামালেন। কিন্তু তার মাথাতেই ঢোকে না হেলমেট! তাহলে জরিমানা কিভাবে নেবে পুলিশ?
এই বাইক চালকের মাথা এতোটাই বড় যে, কোনো মতেই হেলমেট ঢোকে না তার মাথায়! এতে করে মহাবিপদে পড়তে হয়েছে ভারতের গুজরাটের বাসিন্দা জাকির মামুনকেও। হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে একাধিকবার ট্রাফিক পুলিশের খপ্পড়ে পড়তে হয়েছে এই ব্যক্তিকে। শুধু একবার দুবার নয় বহুবার এমন সমস্যায় পড়েছেন তিনি। হেলমেট ছাড়াই বাইক চালাতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে বার বার ধরা পড়তে হয়েছে তাকে। এবার তার এই সমস্যার কথা শুনে অবাক হলেন দেশটির ট্রাফিক পুলিশ কর্মীরা!
দেশটির ফল ব্যবসায়ী জাকির থাকেন গুজরাটের উদয়পুর জেলার বরেলি শহরটিতে। কিছুদিন পূর্বে হেলমেট ছাড়াই বাইক চালাতে গিয়ে ধরা পড়েন তিনি ট্রাফিক পুলিশের হাতে। হেলমেট না পরার অপরাধে ট্রাফিক পুলিশ জরিমানাও করেন। তারপরই নিজের সমস্যার কথা ট্রাফিক পুলিশ কর্মীদের বুঝিয়ে বলেন জাকির। ঘটনাটি শুনে তাজ্জব হয়ে যান পুলিশ পুলিশ কর্মীরাও! শেষ পর্যন্ত জরিমানার টাকা আর নেওয়া হয়নি জাকিরের কাছ থেকে।
জাকির বলেছেন যে, ‘আইন মেনে বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরতে হয় সেটি আমার জানা আছে। আমিও সেটা করতেও চাই। বিভিন্ন দোকানেও আমি গিয়েছি হেলমেট কিনতে কিন্তু কোনো হেলমেটই আমার মাথাতে ঢোকে না। গাড়ি চালানোর সমস্ত বৈধ কাগজপত্র আমার সঙ্গে রয়েছে। তবে আমার সঙ্গে থাকে না শুধু হেলমেটটিই। আমার সমস্যার কথা পুলিশকেও আমি বলেছি।’
তবে শুধু হেলমেট নয়, জাকিরের এতো বড় মাথা নিয়ে উদ্বিগ্ন তার পরিবার বর্গও। তার এই সমস্যার কথা পুলিশও বুঝতে পেরেছে।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন যে, ‘এটা একেবারেই ভিন্ন একটা সমস্যা। সমস্যার কথা বুঝেই তাকে জরিমানা করা হয়নি। তাছাড়া ওই ব্যক্তির কাছে বাইকের সমস্ত কাগজপত্রও ছিল।’