The Dhaka Times Desk দুনিয়াজোড়া আলোচনার কেন্দ্রবিন্দু এখন মালয়েশীয়ান বিমান নিখোঁজ ঘটনা। সর্বশেষ খবরে বলা হয়েছে, বিমানটি ছিনতাই করা হয়েছে। এদিকে চীন সন্দেহ করছে, বিমানটি চীনেরই সংখ্যালধু উইঘুর সন্ত্রাসীরা এই কাজ করে থাকতে পারে।
গত ৭ মার্চ ২৩৯ আরোহীসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ বিমানটি নিখোঁজের পর থেকে নানা জল্পনা-কল্পনার জাল বিস্তৃত হচ্ছে। ঠিক কি কারণে বোয়িং বিমানটির সঙ্গে বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ারের রাডার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলো এবং সেটি কিভাবে কোথায় সম্পূর্ণ উধাও হয়ে গেলো, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এখন আবার তাতে যোগ হয়েছে নতুন এক মাত্রা। চীন সন্দেহ করছে যে, চীনের সংখ্যালঘু উইঘুর সন্ত্রাসীদের হাত রয়েছে এই বিমান নিখোঁজের পুরো ঘটনার পেছনে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এটা যদি সত্যি হয়, তবে তা হবে চীনের স্বার্থের ওপর উইঘুর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এক আঘাত। অপরদিকে দেখা গেছে, নিখোঁজ বিমানটির মোট যাত্রীর দুই-তৃতীয়াংশ চীনা নাগরিক ছিলেন। যদিও এখন পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের তেমন কোন জোরালো আলামত খুঁজে পাওয়া যায়নি।
সংবাদ মাধ্যমগুলো বলছে, চীনের কুনমিংয়ের একটি রেল স্টেশনে বর্বরোচিত হামলা ঘটনার পর কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই দেশটির কর্মকর্তারা সন্দেহের তীর হেনেছেন এখন উইঘুর সন্ত্রাসীদের দিকে। উইঘুর সন্ত্রাসীদের নাকি নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে চীনের নিকটতম মিত্ররাষ্ট্র পাকিস্তান। সেই সাথে পাকিস্তানের কাছ থেকে নাকি গোপনে অর্থ সহায্যও পেয়ে থাকে উইঘুর সন্ত্রাসী গ্রপটি। তথ্যসূত্র: অনলাইন টাইমস অব ইন্ডিয়া।