The Dhaka Times Desk লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা বঙ্গাসাগর নামক স্টেশনে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আউট সিগন্যালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। যে কারণে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে কমলাপুর রেলওয়ে সূত্রে জানা গেছে।
আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের এসে উদ্ধারকাজ করার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানা গেছে।