The Dhaka Times Desk গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয় পেয়েছে ভারত। আর তাই কাল রবিবার ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে ভারত। শেষ জয় কার হবে তা দেখার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এবারের টি-২০ বিশ্বকাপ খেলা ভালই জমেছিল। কিন্তু ঝড় ও বৃষ্টির কারণে একটি সেমিফাইনাল ম্যাচের বিপর্যয় ঘটে। আর এ কারণে খেলার তালও হারিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকার খেলায়। গতকাল ভারতের সঙ্গে দ্বিতীয় সেমিফাইনালে লড়েছে দক্ষিণ আফ্রিকা। অনেক সহজ মনে করা হলেও শেষ তক অতো সহজ হয়নি খেলা। ভারতকে বেশ ঘাম ছাড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা। শেষ পর্যন্ত জয় হয়েছে ভারতের। ১৭৩ রানের টার্গেট ফুলফিল করেছে ভারত। তারা ফাইনালে চলে গেছে।
আগামীকাল সন্ধ্যা ৭টায় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। দুটি দলই চাইবে শিরোপা জয় করতে। এমন এক পরিস্থিতিতে কাল কি হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে সাধারণভাবে বাংলাদেশের বেশিরভাগ দর্শকরা ভারতকে সমর্থন করবেন এমনটা বলা যায়। আর খেলার ফলাফল পেতে হলে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।