The Dhaka Times Desk পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে জিম্মি করেছে ৫শ’ শিক্ষার্থীকে। এসময় নিহত হয়েছে ২১ জন। নিহতের মধ্যে ১৭ জন ছাত্র।
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীরা হামলা চালিয়ে জিম্মি করেছে ৫শ’ শিক্ষার্থীকে। এসময় নিহত হয়েছে ২১ জন। বেলা ১টার দিকে এই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। সেনাবাহিনী ও পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। সেখানে এখন গোলাগুলি চলছে। বিশেষ অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে।
জিওটিভি লাইভ দেখাচ্ছে সেখানকার ঘটনা। সর্বশেষ সংবাদে জানা গেছে, উদ্ধার অভিযান চালাচ্ছে পাকিস্তানী সেনাবাহিনী ও পুলিশের বিশেষ স্কোয়াড দল। এখনও কেও হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে তালেবান গোষ্ঠি এই হামলা চালিয়েছে।
সর্বশেষ আপডেট: পাকিস্তানের পেশোয়ারে সন্ত্রাসী হামলায় সর্বশেষ সংবাদে ১৭ ছাত্রসহ নিহত হয়ছে ২১ জন। ৩ জঙ্গীকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসী সেখানে আবারও বোমা হামলা চালিয়েছে। তবে সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে।