The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

Bat equal to 10 floors 32 meters long!

The Dhaka Times Desk বিশ্বকাপ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যাট-বলের নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। এ বছরের বিশ্বকাপের প্রাক্কালে একটি ব্যাট প্রদর্শন করা হয়েছে যেটি ১০ তলার সমান লম্বা ব্যাট।

10-storey equal Bat

সাধারণভাবে একটি ব্যাটের উচ্চতা ৩৮ ইঞ্চি ও দৈর্ঘ্য ৪.২৫ ইঞ্চির বেশি হওয়ার কথা নয়। কিন্তু এবার অবাক করার মতো একটি ব্যাটের খবর শোনা গেলো, এই ব্যাটটির উচ্চতা ৩২ মিটার, যা প্রায় ১০ তলার সমান! আর ৪ মিটার চওড়া এই ব্যাটের ওজন ৯৫০ কেজি।

সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এই ব্যাটটি তৈরি করেছে দুবাইভিত্তিক টিভি নেটওয়ার্ক ‘ওএসএন’। প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠান জানিয়েছে, বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের অংশগ্রহণ উপলক্ষেই তৈরি করা হয়েছে বিশাল আকৃতির এই ব্যাটটি।

এবারের বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাত কোনো রেকর্ড গড়তে পারবে কি না, বলা কঠিন। তবে বিশ্বকাপের আগেই ক্রিকেটের ‘সবচেয়ে বড় ব্যাট’ তৈরির রেকর্ড তারা আগেই করে ফেললো। ধারণা করা হচ্ছে যে, এই ব্যাটটি গিনেস বুকে ঠাঁই করে নেবে।

দুবাইয়ের আইসিসি একাডেমির সামনে প্রদর্শনীর জন্য গত সোমবার ব্যাটটি রাখা হয়েছে। মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত বিশ্বকাপ শেষ না হওয়া অবধি ব্যাটটি ওখানেই থাকবে।

ওএসএনের প্রধান বিপণন কর্মকর্তা হাম্মাদ মালিক এ সম্পর্কে বলেছেন, ‘আমরা এমন কিছু করতে চেয়েছি, যেটিতে আমিরাতের ক্রিকেটভক্তদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া সম্ভব হয়। তাদের এখানে আসার একটা সুযোগ করে দিতে চেয়েছি, যাতে দলকে শুভেচ্ছা জানাতে পারে। এ কর্মসূচির একটাই উদ্দেশ্য, আর তা হলো ক্রিকেটের প্রতি আমাদের আবেগ-ভালোবাসা প্রকাশ করা।’

উল্লেখ্য, বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে দেশে দেশে নানা ধরনের আয়োজন। যতদিন এই আসরের সমাপ্তি না ঘটছে ততদিন চলতেই থাকবে। বিশ্বকাপ নেবে একটি দল কিন্তু বিশ্বের কতগুলো দল এই বিশ্বকাপ নিয়ে মেতে থাকবেন। কাপ জেতা বড় কথা নয়, উৎসাহ ও উদ্দীপণায় এখানে গুরুত্বপূর্ণ বিষয়।

You may also like this
Loading...
sex không che
mms desi
wwwxxx
en_USEnglish