The Dhaka Times Desk কপাল সবার এক রকম থাকেনা। যেমন আল আমিনকে বিশ্বকাপ থেকে ফেরত পাঠানো হয় তার বিরুদ্ধে কিছু অভিযোগ থাকায়। কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে এবার ছিটকে পড়লেন এনামুল হক বিজয়।
![ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন এনামুল [ভিডিও] 1 Anamul bijoy](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/03/Anamul-bijoy-600x353.jpg)
বিশ্বকাপ ক্রিকেটে বেশ কিছু ঘটনা এবার ঘটেছে। পাকিস্তানী খেলোয়ারদের জরিমানা গুণতে হয়েছে। বাংলাদেশের নতুন খেলোয়ার আল আমিনকে দেশে ফেরত পাঠানো হয়। কারণ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। কিন্তু ইনজুরির কারণে এবার বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। বিশ্বকাপ চলার সময় তার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আর তাই তাকে ফেরত পাঠানো হচ্ছে। তার পরিবর্তে
পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। গত রাতেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে হঠাৎ ডান কাঁধে আঘাতপ্রাপ্ত এনামুল। সঙ্গে সঙ্গে তাকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। পরে তার আর ব্যাটিংয়ে নামা হয়নি। তার পরিবর্তে গতকাল বাংলাদেশ-স্কটল্যান্ডের খেলায় ওপেন করতে নামেন সৌম্য সরকার।
এনামুল আহত হওয়ার দৃশ্যটি দেখুন
https://www.youtube.com/watch?v=fn62v9dDXwE
Click to get the full feature:
ICC Cricket World Cup 2015: Starts February 14 to March 29 [Fixture]