The Dhaka Times Desk কথাটি শুনে যে কেও আশ্চর্য হবেন সেটিই স্বাভাবিক। তবে ঘটনাটি সত্যি। প্যারাসুট ছাড়াই এক ব্যক্তি ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে রেকর্ড গড়লেন!
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, লুক আইকিন্স নামে ৪২ বছর বয়সি মার্কিন স্কাই ডাইভার প্যারাসুট ছাড়াই ২৫ হাজার ফুট উচ্চতা হতে ঝাঁপ দিয়ে নিরাপদে অবতরণ করে বিশ্ব রেকর্ড গড়েছেন। ইতিপূর্বে বিশ্বে আর কেও প্যারাস্যুট ছাড়া এতো উচ্চতা থেকে এমন ঝাঁপ দেন নি!
যখন লুক আইকিন্স ঝাঁপ দেন তখন দর্শক সারিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্ত্রী মনিকা ও তার চার বছর বয়সী ছেলে লোগান।
জানা যায়, প্যারাসুট ছাড়া ঝাঁপ দেওয়ার জন্য লুককে দীর্ঘ দু’বছর প্রশিক্ষণ নিতে হয়েছে। তার এই প্রশিক্ষণে তাকে সহায়তা করেছেন প্রায় ১২ জন ক্রু। লুক সফলভাবে ঝাঁপ দেওয়ার পর তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লুক বলেন, ‘আমি সব সময়ই যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছি, আপনি যদি যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন তাহলে যে কোনো কিছুই সফলভাবে করতে পারবেন।’ লুক এই পর্যন্ত ১৮ হাজার বারেরও বেশি ঝাঁপ দিয়েছেন। তিনি আয়রন ম্যান থ্রিতে স্টান্ডম্যানের ভূমিকায় ছিলেন।