The Dhaka Times Desk আমরা এতোদিন ধরে পৃথিবীর যে মানচিত্র দেখে আসছি সেটি নাকি ভুল! যুক্তরাষ্ট্রের বোস্টন পাবলিক স্কুলের ইতিহাস ও সমাজবিদ্যা বিভাগের পরিচালক নাটাচা স্কট এমন দাবি করেছেন!
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানকে নাটাচা স্কট এ তথ্যটি জানিয়েছেন। নাটাচা বলেছেন, সাধারণত জনপ্রিয়তার কারণে স্কুলগুলোতে গেরারডাস মারকেটরের আঁকা বিশ্ব মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। তবে সেটির থেকে পিটারের আঁকা মানচিত্র তুলনামূলকভাবে অনেকটা নিখুঁত।
মারকেটর পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন ১৫৬৯ সালে। সে সময় ইউরোপ মহাদেশকে তিনি পৃথিবীর কেন্দ্রে রেখেছিলেন। তাছাড়া আসল আকৃতির তুলনায় আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকে তিনি ছোট দেখান।
কয়েকজন বিশেষজ্ঞদের দাবি, মানচিত্রে ওই ভুলটা একেবারেই ঔপনিবেশিক উদ্দেশ্য থেকে করা হয়েছিলো। ইউরোপকে কেন্দ্রে রাখা এবং আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাকে ছোট করে মূলত ইউরোপের ক্ষমতা বড় করে দেখানো হয়েছিল সেসময়।
তবে অনেকের অভিমতই ভিন্ন। অনেকেই বলছেন, বিষয়টা মোটেও উপনিবেশবাদের সঙ্গে যুক্ত নয়। পৃথিবীর মানচিত্রকে ত্রিমাত্রিক হতে দ্বিমাত্রিক রূপ দিতে মানচিত্রের আকৃতি অনেকটা মারকেটরের আঁকা মানচিত্রের মতোই হয়ে থাকে।
তবে পিটারের মানচিত্রে ভুল নেই। তিনি মানচিত্রে উত্তর আমেরিকা ও ইউরোপের থেকে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকাকে বড় আকৃতিতে দেখিয়েছেন। অর্থাৎ দাড়াচ্ছে যে এটিই হলো পৃথিবীর সঠিক মানচিত্র।