নেইমারের নেতৃত্বে ৩-০ গোলে জাপানকে হারালো ব্রাজিল

মাত্রই বার্সেলোনায় যোগ দেয়া নেইমার কনফেডারেশন কাপের শুরুটা করলেন ব্রাজিলকে বর্ণিল এক জয় উপহার দিয়ে। কদিন আগেই ফ্রান্সকে ৩ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা ব্রাজিল কনফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচেও জাপানকে হারালো একই ব্যবধানে। আর ম্যাচ শুরুর মাত্র তিন মিনিটের ব্যবধানে প্রথম গোল করে সামনে থেকে নেতৃত্ব দেন নেইমার।


২০০২ বিশ্বকাপ জয়ী কোচ লুই ফিলিপ স্কলারির কোচিংয়ে ব্রাজিল ক্রমাগতই উন্নতি করছে সেটির প্রমাণ যেন ফ্রান্সের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর, ধারাবাহিকতা বজায় রেখে জাপানকেও হারানো। নেইমারের কাছে ব্রাজিলিয়ানদের প্রত্যাশা অনেক সেটি অনুনেময়, তার প্রতিদান তিনি দিলেন প্রায় ২৫ মিটার দূর থেকে শট নিয়ে প্রথম গোল করে। ফলাফল উজ্জিবীত ব্রাজিল একের পর এক আক্রমণ চালিয়ে যায় জাপানের গোলমুখে। তবে এক গোল খেয়ে পিছিয়ে পড়া জাপান প্রথমার্ধে ভালোমতোই নিজেদের সামাল দিয়েছে।

বিরতি’র আগ পর্যন্ত আর কোনো গোল না হলেও ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক বার দুয়েক কাঁপিয়ে দিয়েছিলেন জাপানের গোলপোষ্টের কাছে এসে। ৪০ মিনিটের মাথায় হাল্কের নেয়া ডান দিক থেকে জোরালো এক শট দূর্ভাগ্যবশত গোলপোস্টের জালে জড়িয়ে যায়। এর আগেও ২৩ মিনিটে ডান দিক থেকে হাল্ক নিচু ক্রস দিয়ে গোলমুখ বরাবর বল পাঠিয়ে দিলে সেটা গোলরক্ষক কাওয়াশিমা কোনোমতে ঠেকিয়ে দেন। কাওয়াশিমা ৪৩ মিনিটে নেইমার-ফ্রেডের এক যৌথ আক্রমণও ঠেকিয়ে দেন এক হাতের বিচক্ষণতায়।

বিরতি’র পর ব্রাজিল আবারও ডান দিক থেকে আক্রমণে উঠে গিয়ে গোল পায়। দানি আলভেস ক্রস দেন মিডফিল্ডার পলিনহোকে, কাওয়াশিমা এবারও বল ঠেকাতে গেলে পলিনহোক তাকে বোকা বানিয়ে ব্রাজিলকে এনে দেন ম্যাচের দ্বিতীয় গোল। এদিকে ২-০ গোলে পিছিয়ে পড়ে জাপান দূর্বলভাবে হলেও ব্রাজিলকে চেপে ধরার চেষ্টা করে গেছে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত, তবে এতে ফল হয়েছে উলটো! ম্যাচ শেষ হবার অতিরিক্ত তিন মিনিটে হঠাৎই কাউন্টার অ্যাটাক থেকে মিডফিল্ডার অস্কার বল থ্রু করে পাঠান ফ্রেডের বদলি হিসেবে মাঠে নামা জো এর কাছে। ম্যাচের তৃতীয় গোলটি করে জাপানকে শেষ পেরেক ঠুকে দেন তিনি।

This post was last modified on জুন ১৬, ২০১৪ 6:45 পূর্বাহ্ন

রাজিউর রহমান

Recent Posts

হোসাইন নূরের কথায় নতুন গজল ‘মিছে দুনিয়া’ এখন ইউটিউবে [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…

% দিন আগে

দড়িতে পোষা কচ্ছপ বেঁধে বেড়াতে বেরোলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…

% দিন আগে

সুন্দর এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

ওজন কমাতে কোনটি বেশি উপকারী জগিং নাকি সাইকেল চালানো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…

% দিন আগে

মৌলিক গান নিয়ে আবার গানে ফিরলেন তানভীর তমাল [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…

% দিন আগে

২৪ বছর সংসার করার পর বিচ্ছেদ: ৪৯ বছর পর প্রাক্তন স্ত্রীকে আবারও বিয়ে ৯৪ বছরের বৃদ্ধের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…

% দিন আগে