দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ ইন্টারভিউ দিয়ে চাকরিতে যোগ দেন সেটিই স্বাভাবিক নিয়ম। কিন্তু তাই বলে আপনি যদি শোনের ইন্টারভিউ দিয়ে পুলিশে চাকরি নিলো এক বিড়াল! তাহলে আশ্চর্য না হয়ে পারা যায় না।
সংবাদ মাধ্যমে এমন একটি খবর ভাইরাল! খবরে বলা হয়েছে, বিড়াল প্রজাতির ইউনিটে সার্ভিস দেবেন এই বিড়াল পুলিশ অফিসার। বিড়ালটির নাম ডোনাট। তার গায়ের রঙ ধূসর। ইন্টারভিউ দিয়েছে অসাধারণ। তাই মিচিগান পুলিশে চাকরিটা পাকা করে ফেলেছে ছোট্ট এই বিড়াল ছানাটি!
ডোনাট বর্তমানে মিচিগান পুলিশ বিভাগের নতুন সদস্য। তাকে ইন্টারভিউতে তার ডান পা তুলতে বলা হয়েছিলো, সে সেই কাজ কর্ম দক্ষতায় করে দেখিয়েছে। ইন্টারভিউ ক্র্যাক করে পেলেন। এরপরই তার চাকরি পাকা হয়ে গেলো এবং আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে তিনি মিচিগান পুলিশের ওই বিভাগে যোগদান করেছেন!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মিচিগানের হিউমেন সোসাইটির তরফ হতে তাকে টিডিপিতে দেওয়া হয়। এখন তিনি মিচিগান পুলিশের বিডা়লপ্রজাতির বিভাগের একজন কর্মরত সদস্য। চীফ গ্যারি মায়ের বারবার বলেছেন “আমরা সোশাল মিডিয়াকে ব্যবহার করে মানুষকে জানাতে চাইছি পুলিশও মানুষ ৷ আমরা আমাদের সেই দিকটাও দেখাতে চাইছি যেখানে আমরা শুধু আইন প্রয়োগই নয়, তার বাইরে গিয়েও কাজ করি।”
নিয়োগের সময় প্রথম প্রার্থী ব্যাজেসের ফিলাইন লিউকেমিয়া ধরা পড়ার পর প’ফিসার ডোনাটকে নিয়োগ করা হয়। ফিলাইন লিউকেমিয়া হলো বিড়াল প্রজাতির একটি মারণ ব্যাধি। যে রোগ খুব ছোঁয়াচে এবং বাকি বিড়াল প্রজাতির মধ্যে যে রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
পুলিশ বলেছে, ব্যাজেসের এই রোগ ধরা পরার পর তারা খুব দুঃখ পান। এরপর ডোনাটকে সেই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও “ব্যাজেস সবসময়ই তাদের প্রথম প’ফিসার থাকবে”।
উল্লেখ্য, মানুষের মধ্যে পালিত পশু দত্তক নেওয়ার প্রবণতা বাড়াতে এবং পালিত পশুদের উদ্ধার করতে ও মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই বিডা়ল পুলিশ অফিসারকে ব্যবহার করা হবে বলে মিচিগান পুলিশ সূত্রে বলা হয়েছে ৷
This post was last modified on মে ২৪, ২০১৮ 11:43 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…