দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের মধ্যে বেশ ফারাক রয়েছে। ভৌগলিক অবস্থানের কারণেই এমনটি হয়ে থাকে। প্রায় ২১ ঘণ্টা রোজা রাখতে হয় আইসল্যান্ডের মুসলিমদের!
পবিত্র রমজান মাস শুরু হয়েছে বেশ ক’দিন হলো। বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পালন করছেন সিয়াম সাধনার মাসটি। ভৌগলিক অবস্থানের কারণে দেশভেদে রোজা পালনের সময়ের বেশ কম-বেশি রয়েছে। সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের তারতম্যের কারণেই এবারও কিছু দেশে দিনে প্রায় ২১ ঘণ্টা সময় ধরে রোজা পালন করতে হচ্ছে। আবার কোনো কোনো দেশে এই সময়টি মাত্র ১১ ঘণ্টাও হয়ে থাকে।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এবারও সবচেয়ে দীর্ঘ সময় পানাহার হতে বিরত থাকতে হচ্ছে আইসল্যান্ডের মুসলিমদের। পরিসংখ্যানে জানা যায়, গতবছরের তুলনায় কয়েক মিনিট বেড়ে এবার তাদেরকে ২০ ঘণ্টা ১৭ মিনিট অর্থাৎ প্রায় ২১ ঘণ্টা রোজা পালন করতে হচ্ছে আইসল্যান্ডের মুসলিমদের।
অপরদিকে দীর্ঘ সময় রোজা পালনের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিনল্যান্ড এবং ফিনল্যান্ড। এই দেশদুটির রোজাদারদের ১৯ ঘণ্টা পানাহার হতে বিরত থাকতে হচ্ছে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারা রোজা রাখছেন ১৪ ঘণ্টা ৫২ মিনিট।
তবে ব্যতিক্রম হলো চিলি। এই দেশটির মুসলিমরা দিনের সবচেয়ে কম সময় রোজা পালন করছেন। সেখানে একজন রোজাদারদের দিনের ১০ ঘণ্টা ৩৩ মিনিট পানাহার হতে বিরত থাকতে হচ্ছে। অর্থাৎ আইসল্যান্ড হতে ১০ ঘণ্টা ৪৪ মিনিট কম সময় রোজা পালন করছেন চিলির মুসলিমরা। কিছু কিছু দেশে ১২ ঘণ্টার কম সময়ে রোজা রাখছে মুসলিমরা। এরমধ্যে রয়েছে নিউজিল্যান্ড। সেখানে দিনে ১১ ঘণ্টা ৩৫ মিনিট এবং সাউথ আফ্রিকায় ১১ ঘণ্টা ৪৭ মিনিট রোজা রাখার সময় দেখানো হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়।
এইদিক হতে ব্রাজিল ও অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থ স্থানে। সেখানে ১১ ঘণ্টা ৫৯ মিনিট পানাহার হতে বিরত থাকতে হবে রোজাদারদের। আমাদের বাংলাদেশেও বেশ বেশি সময় ধরে রোজা রাখা লাগছে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় সর্বোচ্চ সময় রোজা রাজা লাগছে। এই সময়টি প্রায় ১৫ ঘণ্টার কাছাকাছি সময়।
This post was last modified on মে ২৪, ২০১৮ 1:34 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…