বাচ্চাদের গৃহশিক্ষক হিসেবে বই পড়াবে কলম [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটা প্রবাদ আছে, ‘শিক্ষা জাতির মেরুদন্ড’ তাই সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা আমাদের শিশুদের মাত্র ৩ বছর বয়স থেকেই বাংলা, ইংরেজি, অংক এবং আরবি এই কয়টি বিষয়ে জ্ঞান অর্জন করানোর চেষ্টা করি। তবে বেশির ভাগ শিশুদের পড়ার প্রতি মনযোগ থাকে না। তারা সর্বদা খেলা নিয়ে আর কার্টুন দেখা নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাই গৃহ শিক্ষক রেখেও প্রতিটা বিষয়ের কেবলমাত্র বর্ণমালাগুলো শিখাতেও হিমশিম খেতে হয়।

শিশুদের এই বিষয়টি মাথায় রেখেই এবার এক তরুণ সফওয়্যার ইঞ্জিনিয়ার জাফর সাদিক শিশুদের জন্য তৈরি করেছেন এমন একটি কলম, যা দিয়ে তারা খেলার ছলে খুব আগ্রহের সাথে বাংলা, ইংরেজি, অংক এবং আরবি বিষয়ের মৌলিক ধারণার বইগুলো পড়তে ও শিখতে পারবে। এটি কোন সাধারণ কলম নয়, বলা যায় একটি মিনি কম্পিউটার। তিনি এই কলমটির নাম দিয়েছেন ‘কিডস মাস্টার ম্যাজিক পেন’। প্লে এবং নার্সারী এর তিনটা শ্রেণীর জন্য তিন সেট বই এবং তিনটা কলম তৈরি করেছেন। মাত্র তিন সেকেন্ড চেপে ধরে রাখলে ম্যাজিক পেনটি অন হয়ে যাবে তারপর ওই ৫টি বইয়ের যেকোন লেখা বা চিত্রে কলমটি স্পর্শ করালেই সেই লেখা বা চিত্র সম্পর্কে পড়ে শুনাবে।

তিনি একটি প্যাকেজ তৈরি করেছেন।

প্রতিটি প্যাকেজে থাকছেঃ

* ১টি রিচার্জেবল কলম
* ১ বছরের ওয়ারেন্টি,
* ৫ টি বই (১টি বাংলা, ১টি ইংলিশ, ১টি অংক, ১টি আরবী, ১টি সাধারণ জ্ঞান)
* প্রত্যেকটি বই ওয়াটার প্রুফ।
* আরো থাকছে ১টি চার্জার ও একটি বক্স।

বইগুলোর বৈশিষ্ট্যসমুহঃ

* যে সব উচ্চারণ আমরা বড়রাও পারি না, সেগুলোও শিশু সঠিক ও স্পষ্টভাবে উচ্চারণ করতে পারবে।
* বারবার স্পর্শ করার মাধ্যমে বারবার শুনে বাচ্চারা শব্দ মুখস্ত করতে পারে।
* প্রতিটি বর্ণের সাথে উপযুক্ত ছড়া রয়েছে।
* অত্যন্ত পরিষ্কার শব্দের রিডিং গ্যাজেট ও ঝকঝকে প্রিন্টের ওয়াটার প্রুফ বইগুলো আপনার শিশুর প্রাথমিক পাঠকে করে তুলবে
আনন্দময় ও সহজ।
* বইগুলো বাংলা, ইংরেজি এবং আরবি তিনটি ভাষায় পড়ে শোনানোর ব্যবস্থা্ রয়েছে।
* ভাষা পরিবর্তনের সময় কলমটিকে বইয়ের প্রতিটি পৃষ্ঠার উপর ভাগে তিনটি ভাষার লোগোর যেকোনটির উপর স্পর্শ করার মাধ্যমে  ভাষা
পরিবর্তন করা যাবে।
* শিশুদের শ্রবণ উপযোগী করে তৈরী করা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ।
* সাইন্ড বাড়ানো বা কমানোর ব্যবস্থা ।
* কোন কারনে কলমটি বন্ধ না করলেও অটোমেটিক ২ মিনিট পর বন্ধ হয়ে যাবে।
* প্রতিটি পাতায় চমকপ্রদ কিছু কার্যকারিতা রয়েছে,প্রতিটা স্থানে স্পর্শ করার মাধ্যমে আপনার শিশু নতুন অনেক কিছু জানতে পারবে।

এছাড়া বইগুলোর শেষে রয়েছে মজার মজার গল্প, ছড়া এবং দেশাত্ববোধক গান। প্রতিটি গান, ছড়া বা গল্পের উপর শুধু কলমটি স্পর্শ করালেই সেই গান বা গল্প পড়ে শুনাবে।
কলমটির চার্জ শেষ হওয়ার আগে কলম নিজেই তাকে চার্জ করার জন্য বলবে।

বইটি প্রকৃতই বাচ্চাদের জন্য এক অতুলনীয় আবিষ্কার। অনেক মায়েরা রয়েছেন যারা সাংসারিক কাজের চাপে বাচ্চাদের কাছে বসিয়ে পড়াতে পারেন না। সেক্ষেত্রে এই বইগুলো এবং কলমটি আপনার সন্তানকে খেলার ছলে পড়া শিখতে সাহায্য করবে।

আরো জানতে ভিডিওটি দেখুন

This post was last modified on জুন ৪, ২০১৮ 3:03 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি আর্ট ফেস্টিভ্যাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্ভূক্তিমূলক থিয়েটার ক্ষেত্রে প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার…

% দিন আগে

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলীকে…

% দিন আগে

৬ মাসে ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ১৩ হাজার শিশু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজা উপত্যকায় গত ৬ মাসে নিহত শিশুদের সংখ্যা আঁতকে উঠার…

% দিন আগে

আপনার চরিত্র কেমন তা আপনার আঙুলের আকৃতিই বলে দেবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার ব্যক্তিত্ব কীরকম তা বলে দিতে পারে আপনার আঙুলের আকৃতি!…

% দিন আগে

সিলেটের মালিনিছড়া চা বাগানের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে