দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিটি মানুষই সংসারের সাথে যুক্ত। কোন ব্যক্তিই সংসারের বাইরে না। পরিবারের সমস্ত কাজ মিলেই একটি সংসার গঠিত হয়। তাই সংসারের কাজে সবারই কম বেশি ভূমিকা থাকে। আজ আমরা এমন কিছু টিপস জেনে রাখবো যা আমাদের সংসার জীবনে খুবই প্রয়োজনীয়। তাহলে চলুন জেনে নিই সেই টিপসগুলো।
১। চিনির পাত্রে পিঁপড়া উঠা বন্ধ করতে হলে ওই পাত্রে দুই থেকে তিনটি লবঙ্গ রেখে দিন। তাহলে ওই পাত্রে আর পিঁপড়া আসবে না।
২। মোমবাতি ফ্রিজে রেখে দিন তাহলে দ্রুত পুড়ে যাবে না। ফলে দীর্ঘক্ষণ ধরে জ্বলবে।
৩। ভাত ঝরঝরা করতে হলে ভাত সেদ্ধ হওয়ার আগে কয়েক ফোটা লেবুর রস এবং এক চামচ খাবার তেল পাত্রের মধ্যে দিয়ে দিন
তাহলে ভাত ঝরঝরা থাকবে।
৪। ছোলা ভালভাবে সেদ্ধ হচ্ছে না? তাহলে ছোলা সেদ্ধ করার সময় পাত্রের মধ্যে এক চিমটি খাবার সোডা দিয়ে দিন। তাহলে ছোলা সেদ্ধ
হয়ে নরম হবে।
৫। স্টীল এবং কাঁচের পাত্র চকচকে ঝকঝকে করতে হলে চাল ধোয়া পানিতে স্টীল এবং কাঁচের পাত্র কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুয়ে
নিন। তাহলে সেগুলো চকচকে ঝকঝকে হয়ে যাবে।
৬। কলাকে সজিব রাখতে ভেজা কাপড়ে মুড়ে ফ্রিজে রাখুন তাহলে খোসা কালো হবে না।
৭। লেবুর খোসা ফেলে না দিয়ে টুকরো টুকরো করে কেটে ডিটারজেন্টের সাথে মিশিয়ে রাখুন। তাহলে ওই ডিটারজেন্ট দিয়ে কাপড় কাঁচলে
কাপড় অনেক ঝলমলে হবে।
৮। কড়াই বা ফ্রাইপ্যানে খাবার পুড়ে গেলে পোড়া দাগ সহজে উঠতে চায় না। সেক্ষেত্রে আপনি কিছু পেঁয়াজ কুচি এবং গরম পানি
কিছুক্ষণ ওই পাত্রে ঢেলে রাখুন। তারপর পরিষ্কার করে ফেলুন। সব দাগ উঠে যাবে।
৯। কোথাও পুড়ে গেলে সেখানে পাকা কলা চটকে লাগিয়ে রাখুন। জ্বালা-যন্ত্রণা কমে যাবে।
১০। ঠোট ফাটা দূর করতে নাভিতে প্রতিদিন সড়িষার তেল লাগান। তাহলে ঠোট ফাটবে না।
১১। ত্বকে ব্রণ বা সাদা দাগ থাকলে নাভিতে প্রতিদিন নিমের তেল লাগান। তাহলে ব্রণ এবং সাদা দাগ দূর হয়ে যাবে।
১২। বাঁটা মসলা বেঁচে গেলে পরিমাণ মত লবণ এবং তেল মিশিয়ে রাখুন। তাহলে কয়েক দিন পরেও সেই মসলা ব্যবহার করা যাবে।
১৩। মাথায় অনেক উঁকুন থাকলে ঝাল পানের রস মাথায় লাগান। তাহলে উঁকুন মরে যাবে।
১৪। শরীর বিষাক্ত এবং দুর্গন্ধমুক্ত রাখতে নিয়মিত পান পাতা ফোটানো পানি পান করুণ।
আপনার প্রিয় বন্ধু বা আত্মীয়দের পোষ্টটি শেয়ার করুন। তাহলে তারাও এই বিষয়গুলো জানতে পারবে।
This post was last modified on জুন ১২, ২০১৮ 9:40 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…