দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়ায় ফুটবল সমর্থকদের ওপর ট্যাক্সি উঠিয়ে দিলেন এক ট্রাক্সি চালক। এই ঘটনায় ৮ জন ফুটবল সমর্থক আহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
রাশিয়ার ফুটবল বিশ্বকাপ নিয়ে মেতে আছে পুরো বিশ্ব। শনিবার রাজধানী মস্কোয় রেড স্কয়ারের কাছে একটি ফুটপাতে ফুটবল সমর্থকদের ওপর ট্যাক্সি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ বলেছে, এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তারা বলেছেন, েই ঘটনায় ওই ট্যাক্সি চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ তদন্ত করা হচ্ছে।
প্রাথমিক খবরে জানা যায়, ওই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে এমন একটি ঘটনা ঘটে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, ওই ট্যাক্সি চালক ঘটনার সময় মাতাল ছিলেন বলে ধারণা করছে পুলিশ। যদিও মস্কোর ট্র্যাফিক কর্তৃপক্ষ এই ধরনের খবর ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। পরে ইন্টারফ্যাক্স জানায়, ওই চালক গাড়ি চালানোর সময় ঘুমাচ্ছিলেন। তবে ওই ঘটনায় পথচারীরা কতোটা গুরুতর আহত হয়েছে তাৎক্ষণিক জানা যায়নি।
মস্কোর বিখ্যাত শপিং আর্কেড জিইউএম এবং রেড স্কয়ার থেকে প্রায় ৬৫০ ফুট দূরে ইলিনকা স্ট্রিটে ওই ঘটনাটি ঘটে। চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনগণ তাকে ধরে ফেলে পুলিশে দেয়। রাশিয়ার যে ১১টি শহরে বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হচ্ছে মস্কো সেগুলোর একটি।
দেখুন দুর্ঘটনাটির সিসিটিভি ফুটেজ