দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চুরি করেছিলেন ৭৫ বছর আগে। সেই চুরির কথা দীর্ঘদিন পর অর্থাৎ ৯০ বছর বয়সে এসে স্বীকার করেছেন। কারণ এই দীর্ঘ সময় তিনি অপরাধবোধে ভুগছিলেন।
সংবাদ মাধ্যমে এমন একটি খবর এখন প্রায় ভাইরাল। ৭৫ বছর আগের একটি চুরির ঘটনা এতোবছর পর স্বীকার করায় সকলেই বিস্মিত হয়েছেন। তার অপরাধ বোধ তাকে এই স্বীকার করতে বাধ্য করেছে ৯০ বছর বয়সে এসে। তিনি এই চুরির কথা স্বীকার করার পাশাপাশি সেইসঙ্গে পাঠালেন ক্ষতিপূরণও!
এই ঘটনাটি ঘটেছে আমেরিকার টেক্সাসের মিডভেলে নামক স্থানে। ৯০ বছরের ওই বৃদ্ধ চিঠি লিখে তার দোষ স্বীকার করেছেন। কিন্তু ওই বৃদ্ধ তার নাম প্রকাশ করেননি। চিঠিতে তিনি জানিয়েছেন, ৭৫ বছর পূর্বে তিনি রাস্তার পাশের ‘স্টপ’ সাইন চুরি করেন। তবে সেই চুরির অপরাধ এখনও তাকে পীড়া দেয়। প্রতিনিয়ত তার জন্য তিনি অনুশোচনা বোধ করে আসছিলেন।
তাই ৯০ বছরে এসে চিঠি লিখে সেই দোষ স্বীকার করেন এবং সেইসঙ্গে চান ক্ষমা। তিনি পাঠিয়ে দেন ক্ষতিপূরণ বাবদ ৫০ ডলার।
মিডভেল ওয়ার্কস ডিপার্টমেন্টকে লেখা এক চিঠিতে ওই বৃদ্ধ নিজেকে বিষাদগ্রস্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘অনেক বছর পূর্বে রাস্তার পাশের একটা স্টপ সাইন চুরি করেছিলাম, তখন আমি অনেক ছোট ছিলাম। এখন অনেক অপরাধ বোধ করছি। আর তাই ক্ষতিপূরণ হিসেবে ৫০ ডলার পাঠিয়ে দিলাম। আমি এখন আমার কৈশোরকালের সমস্ত অপরাধগুলো মনে করার চেষ্টা করছি- সেইসঙ্গে তার ক্ষতিপূরণ দেয়ারও। ঈশ্বর যেনো আমাকে ক্ষমা করেন।’
মিডভেল সিটির মেয়র রবার্ট হ্যালে চিঠি পাওয়ার পর নথি ঘেঁটে দেখেন ঘটনাটি আসলেও সত্যি। তিনি জানিয়েছেন, ৭৫ বছর আগে চুরি হয়েছিল রাস্তার স্টপ সাইন বোর্ডটি।