বিশ্বকাপ ২০১৮: দুর্দান্ত জয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ২০১৮ বেশ জমে উঠেছে। গতকাল (মঙ্গলবার) দুটি গ্রুপের মর্যাদার লড়াইয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিার জয় হয়েছে। দুর্দান্ত এক জয়ে নকআউট পর্বে চলে গেছে আর্জেন্টিনা। আগামী ৩০ জুন শনিবার রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ দেখেছে বিশ্ব। শেষ ষোলোতে যেতে হলে জিততেই হবে, তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ডের ম্যাচের দিকেও- এমন এক জটিল সমীকরণ মাথায় নিয়ে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে চাপে নয়, বরং আর্জেন্টিনার শুরুটা হয়েছিল উজ্জীবিতভাবেই। লিওনেল মেসির ১৪ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। তবে বিরতির পর পেনাল্টি হতে গোল করে তাদের হতাশ করে দেয় নাইজেরিয়া। যদিও ওই পেনাল্টি নিয়ে কিছু বিতর্ক রয়েছেই। কিন্তু খেলা শেষ হওয়ার ৪ মিনিট পূর্বে রোহোর দুর্দান্ত গোলে ২-১ গোলে জিতে নকআউট পর্বে অর্থাৎ শেষ ষোলোতে চলে গেলো আর্জেন্টিনা।

সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়া প্রথম আক্রমণ চালালেও তেমন একটা সুবিধা করতে পারেনি। ৯ মিনিটের সময় আহমেদ মুসার শর্টটি গোলবারের উপর দিয়ে চলে যায়। চার মিনিট পর হাভিয়ের মাসচেরানো পা হতে বল হারালে কেলেচি আইহিনাচো আর্জেন্টিনার রক্ষণকে একটু চাপে ফেলেন। তবে মাসচেরানোই সেই ভুল শুধরে নেন তাকে প্রতিহত করে।

Related Post

এরপরই আকাশি-নীল উদযাপনে ভেসে ওঠে গ্যালারি। এভার বানেগার লম্বা ক্রস বক্সের কিছুটা দূর হতে পেয়ে ঊরু দিয়ে বল নিয়ন্ত্রণে নেন লিওনেল মেসি। এরপর ডান পায়ের চমত্কার কোনাকুনি শট নেন, নাইজেরিয়ার গোলরক্ষক ফ্রাঙ্কিস উজোহার ধরাছোঁয়ার বাইরে দিয়ে বল দূরের পোস্ট দিয়ে জড়িয়ে পড়ে জালে। ঘটনাটি ঘটে ঠিক খেলার ১৪ মিনিটের সময়।

২৭ মিনিটের সময় আরেকটি গোলের ভালো সুযোগ পেয়েছিলো আর্জেন্টিনা। মেসির বাড়িয়ে দেওয়া বল নিয়ে হিগুয়েইন ঢুকে পড়েছিলেন প্রতিপক্ষের একেবারে বক্সে। তবে সামনে এগিয়ে এসে তাকে বাধা দেন উজোহা। ৩২ মিনিটে দারুণ মুহূর্ত তৈরি করেন আনহেল দি মারিয়া। দ্রুত গতিতে তিনি বক্সে ঢোকার পূর্বে বালোগান তাকে ফাউল করে হলুদ কার্ড দেখান।

এই ফ্রি কিক হতে মেসির শট বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ঠেকান। বল উজোহার হাত ছুঁয়ে পোস্টে আলতো করে স্পর্শ করে লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধ আর্জেন্টিনা শেষ করেছে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে বিতর্কিত পেনাল্টিার মাধ্যমে খেলার সমতা আনে নাইজেরিয়া অর্থাৎ ১-১। তবে থেমে থাকেনি আর্জেন্টিনার খেলোয়াড়রা। তারা দুর্দান্ত গতিতে বল তেড়ে নিয়ে খেলা শেষ হওয়ার ৪ মিনিট পূর্বে রোহোর দুর্দান্ত গোলে ২-১ গোলে জিতে নকআউট পর্বে অর্থাৎ শেষ ষোলোতে চলে গেলো আর্জেন্টিনা।

বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের জন্য ছিলো দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা যে খেলতে পারে তা গতকালের ম্যাচে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। কোটি কোটি ভক্তদের নিরাশ করেননি লিওনেস মেসি। তিনি এক দুর্দান্ত নৈপূণ্য দেখিয়ে জয় ছিনিয়ে এনেছেন। যেহেতু আইসল্যান্ডকে উরুগুয়ে ২-১ গোলে পরাজিত করেছে। সেইহেতু আর্জেন্টিনা চলে গেছে নকআউট পর্বে।

আগামী ৩০ জুন শনিবার রাত ৮টায় ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি দর্শকরা সেদিন আবারও চেয়ে থাকবে মেসি ও তার দলের দিকে। সেদিন জিতলে কোয়ার্টার ফাইনালে চলে যাবে আর্জেন্টিনা। ভক্তদের সেটিই প্রত্যাশা।

This post was last modified on জুন ২৭, ২০১৮ 12:09 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে