দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অলৌকিক বটে! ১৬ তলা ভবন থেকে পড়েও বেঁচে গেছেন এক বৃটিশ যুবক। তিনি এখন বেশ সুস্থ্য আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
অনলাইন পত্রিকায় বলা হয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি ১৬ তলাবিশিষ্ট অ্যাপার্টমেন্টের ওপর থেকে বহু নিচে সোজা আরেকটি নিচু ভবনের ছাদে পড়েও অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন ২০ বছরের বৃটিশ তরুণ টম স্টিলওয়েল। তিনি ভালোভাবে সেরে উঠছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্টিলওয়েলের ঘাড়ে ও পিঠে জখম, হাতের কব্জি ভাঙা ছাড়া তেমন গুরুতর কোন আঘাত ধরা পড়েনি। তবে তিনি শরীরের অভ্যন্তরীণ কয়েকটি অংশে আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রাত প্রায় ২টার দিকে ওই তরুণ ভবনের ১৫ তলায় নিজের ফ্ল্যাটে ঢুকতে গিয়ে আবিষ্কার করেন দরজা ভেতর থেকে আটকে গেছে। তার কাছে কোন চাবি ছিল না। তিনি সিদ্ধান্ত নেন ওপরের তলায় গিয়ে সেখানকার ব্যালকনি থেকে সোজা লাফ দিয়ে নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে পড়বেন। কিন্তু এতো উদ্ভট কাজ করতে গিয়ে তিনি যে নিজের প্রিয় প্রাণটা হারাতে পারেন, সেটা বোধ হয় মাথায় আসেনি। তবুও তার পরম সৌভাগ্য। নিজের ব্যালকনিতে নামতে পারেননি তিনি। সোজা গিয়ে পড়েছেন কাছেই বহু নিচুতে থাকা একটি ভবনের ছাদে। প্রাথমিকভাবে তার অবস্থা আশঙ্কাজনক মনে করা হলেও, পরে তার শারীরিক অবস্থা সন্তোষজনক বলে উল্লেখ করেন চিকিৎসকরা। একেই বলে ‘রাখে আল্লাহ মারে কে’।
This post was last modified on জুন ৭, ২০২৩ 2:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…