দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি বিড়ালের চোখের এক বিশেষত্ব রয়েছে। বিড়ালের চোখ দেখতে গোল হয়ে থাকে। তবে এবার মানুষের চোখের মতোই চোখ এমন এক বিড়ালের সন্ধান পাওয়া গেছে! ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
মানুষের চোখের মতোই বিড়ালের চোখ এমন কথা শুনে অবাক হতে পারেন। কিন্তু ঘটনাটি সত্যি। মানুষের চোখের মতোই দেখতে একটি বিড়াল পাওয়া গেছে। সম্প্রতি ইউটিউবে এই বিড়ালের ভিডিও্টি ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিও ঘিরে স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যও সৃষ্টি হয়েছে। কারণ হলো এমন বিড়াল আগে কেও কখনও দেখেননি!
আরও অবাক করার মতো বিষয় হলো, এই বিড়াল চোখ মারে, আবার কথাও বলে! আবার ফ্যাচ ফ্যাচ করে মানুষের মতো করে হাসেও। সে নাকি আবার রূপও বদলে ফেলতে পারে।
মানুষের মতো কি কখনও বিড়ালের চলন-ফিরন হতে পারে? কিন্তু নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মানুষমুখী বিড়ালটি। বিড়ালটি দেখলে মনে হবে যেনো কোনো মানুষের মুখ বসিয়ে দেওয়া হয়েছে তার চেহারায়। বিড়ালের মুখ পুরো গোলাকৃতি ও তার স্থির দৃষ্টি দেখলে মনে হবে- এটি যেনো বিড়াল নয়, কোনো মানুষই তাকিয়ে রয়েছে আপনার পানে।
মানুষের মাথাওয়ালা এই প্রাণী নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে! বিষয়টি নিয়ে দ্বিতীয়বার রাশিয়ার একটি ক্যাট ব্রিডিং সংস্থা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এই বিড়ালটির নাম হলো শিমেরা।
প্রথমে অনেকেই মনে করেছিলেন, বিড়ালের এই ছবিটি আসল নয়; হয়তো কারসাজি করা হয়েছে এর ছবিতে। কিন্তু তারপর ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ছড়িয়ে পড়ে শিমেরার বহু ছবি।
দেখুন ব্যতিক্রমি এই বিড়ালের ভিডিওটি
This post was last modified on জুলাই ৯, ২০১৮ 1:41 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…