Categories: জ্ঞান

জেনে রাখুন ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যেকোন মটোরযান বৈধভাবে ড্রাইভিং করার জন্য আপনার সর্বপ্রথম যা লাগবে সেটি হল ড্রাইভিং লাইসেন্স। আজ আমরা জানবো কিভাবে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হয়।

ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আপনার স্থায়ী বা বর্তমান ঠিকানা বিআরটিএ এর যে সার্কেলের আওতাভূক্ত আপনাকে সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে। নিম্নবর্ণিত কাগজপত্র এবং আবেদন করা ঠিক থাকলে কর্তৃপক্ষ আপনাকে একটি লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে। এই লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ২/৩ মাস প্রশিক্ষণমূলক ড্রাইভিং করবেন।

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে এই লিঙ্কে http://www.brta.gov.bd/images/files/formfee/app_for_learners_driving_license.pdf গিয়ে ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।

Related Post
লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য যা লাগবেঃ

১। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর নির্ধারিত ফরমে আবেদন।
২।আপনি শারীরিক ভাবে ফিট রয়েছেন তার জন্য রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
৪। নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা বিআরটিএ কর্তৃক অনুমোদিত ব্যাংক শাখায় টাকা জমার রশিদ।
৫। সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

ক্যাটাগরি ১ এর অর্থ হল ‘শুধুমাত্র মটোরসাইকেল বা একটি হালকা মটোরযান চালানোর জন্য’
ক্যাটাগরি ২ এর অর্থ হল ‘ একসঙ্গে মোটরসাইকেল এবং যেকোন হালকা মোটরযান ‘

প্রশিক্ষণ শেষে আবার যোগাযোগ করে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ হওয়ার পর আবার একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য ওই সার্কেল অফিসে আবেদন করতে হবে। এই পর্যায়ে আপনার বায়োমেট্রিক্স অর্থাৎ ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হবে। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং সম্পন্ন হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হবে।

স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য যা লাগবেঃ

১। নির্ধারিত ফরমে আবেদন।
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
৪। নির্ধারিত ফী (পেশাদার- 1679/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
৫। পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
৬। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য আপনাকে এই লিঙ্কে http://www.brta.gov.bd/images/files/formfee/latest_dl_form.pdf গিয়ে ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে।

পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকারভেদঃ

।১ পেশাদার হালকাঃ যেসকল মোটরযানের ওজন ২৫০০কেজি-এর নিচে সেইসব মোটরযান ড্রাইভিং করার জন্য পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।

২। পেশাদার মধ্যমঃ যেসকল মোটরযানের ওজন ২৫০০ থেকে ৬৫০০ কেজি সেইসব মোটরযান ড্রাইভিং করার জন্য পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হওয়ার পর সেই পার্থী পেশাদার মধ্যম লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে এবং প্রার্থীর বয়স কমপক্ষে ২৩ বছর হতে হবে।

(৩) পেশাদার ভারীঃ যে সকল মোটরযানের ওজন ৬৫০০ কেজির বেশী সেইসব মোটরযান ড্রাইভিং করার জন্য পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থী আবেদন করতে পারবে। তবে আবেদনকারীকে পেশাদার মধ্যম লাইসেন্স কমপক্ষে ৩ বছর ব্যবহার করতে হবে। তারপর সে পেশাদার ভারী লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এছাড়া আবেদনকারীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে।

This post was last modified on জুলাই ১৫, ২০১৮ 10:55 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

পিঠের সিলিন্ডারে তেঁতুলপানি আর হাতে পাইপ! অভিনব কায়দায় ফুচকা খাওয়াচ্ছেন এক তরুণ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখা যাচ্ছে হলঘরের ভিতর হাতে ট্রে নিয়ে ঘুরছেন জনৈক তরুণ।…

% দিন আগে

শেরপুরের ঐতিহাসিক মাইসাহেবা জামে মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৫ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

চকোলেট খেলেই অ্যালার্জি! কোন কোন উপসর্গ দেখা দেয়?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চকোলেট থেকেও কী অ্যালার্জি হতে পারে? শুনলে সত্যিই অবাক লাগে।…

% দিন আগে

কী কারণে কোটি কোটি জিমেইল বন্ধ করার সিদ্ধান্ত নিলো গুগল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিমেইল বর্তমান বিশ্বে জীবনের একটি গুরত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সেটি…

% দিন আগে

হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে এর পিছনে কী ডায়েটের কোনও ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করে চুল পড়ার পরিমাণ বেড়ে গেলো। এই বিষয়ে পুষ্টিবিদরা…

% দিন আগে

ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ এর এক গানে ২০০ নৃত্যশিল্পী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড ভাইজান সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’ ২০২৫ সালের ঈদে…

% দিন আগে