ঢাকায় বাসার খোঁজ দিবে এবং বাসা পরিবর্তনে সাহায্য করবে যে অ্যাপস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ততম ঢাকার শহরে বাসা খুঁজে পাওয়া খুব কষ্টকর। কোথায় কোন বাসা ভাড়া হবে সেটা জানার জন্য শহরবাসীকে প্রতিনিয়ত অনেক ঝামেলা পোহাতে হয়। যদিও বাসার খোজ মেলে তবুও তার সঠিক তথ্য পাওয়া আরো দূরহ ব্যাপার। তার সাথে বাসা পরিবর্তনের আরেক ঝামেলা তো রয়েছেই।

তবে শহর বাসীকে এই ঝামেলা থেকে মুক্তি দিতে এবার তৈরি হয়েছে একটি অ্যাপস যা সহজে বাসার খোজ দিতে এবং বাসা পরিবর্তনে সাহায্য করবে। একটা প্রবাদ আছে, ‘প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক’। এমনি ভুক্তভুগী নাজমুল আলম, সায়েম হুসাইন ও ইকবাল নাজির সুমন তাদের সম্মিলিত প্রচেষ্টায় ‘মনের বাড়ি’ নামের এই অ্যাপসটি তৈরি করেছেন। এই অ্যাপসটির বৈশিষ্ট হল-

* এলাকার নাম লিখে সার্চ করলে সেই এলাকা অনুযায়ী যে বাসাগুলো ভাড়া পাওয়া যাবে, তা ম্যাপে পিন করে দেখা যাবে। পিনের
ওপর ক্লিক করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

* ‘মনেরবাড়ি’ অ‍্যাপে বাসার তথ‍্যগুলো নিজস্ব কর্মী দ্বারা সংগৃহীত ও ভেরিফাইড। কাজেই প্রতারিত হওয়ার ভয় নেই।

* প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সব কোণ থেকে তোলা ছবি এবং ভিডিও দেয়া আছে। তাই আপনি ঘরে বসেই বাসার বর্তমান অবস্থা
সম্পর্কে ধারণা পেয়ে যাবেন।

* ব্যবহারকারীদের সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে যত ধরনের তথ্য প্রয়োজন হতে পারে, তার প্রায় সবই দেওয়া আছে। যেমন ভাড়ার
পরিমাণ, আয়তন, রুম সংখ্যা থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়ে যাবেন।

* অসংখ্য ভেরিফাইড বাসা থেকে কোনো একটা পছন্দ হলে অ‍্যাপের মাধ‍্যমে পরিদর্শন করার জন্য অনুরোধ পাঠানো যাবে।
‘মনেরবাড়ি’ অ্যাপ কর্মী তার সঙ্গে যোগাযোগ করে বাসা দেখিয়ে আনবে।

* সেই বাসার নিকটে কোথায় পুলিশ স্টেশন, ফায়ারসার্ভিস, ব্যাংক ইত্যাদি সুবিধা রয়েছে সেই তথ্যও জানতে পারবেন।

* বাসা পরিবর্তনের জন্য ট্রাক, পিকআপ কিংবা ভ্যান খুঁজতে গিয়ে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। আপনি এই অ‍্যাপের মাধ‍্যমে
সেগুলোও খুব সহজে পেয়ে যাবেন।

* বাসা ভাড়া পাওয়া যেমন ঝামেলা মালিকদের বাসা ভাড়া দেওয়াও তেমনি ঝামেলা। চলতি মাসেই হয়ত আপনার বাসা খালি হয়ে যাবে।
তাই বাসা ভাড়া দেওয়া নিয়ে চিন্তিত? এই অ্যাপসে ইনফর্ম করুন। অ্যাপসের কর্মীরা এসে আপনার বাসার সমস্ত তথ্য তাদের সাইটে
পাবলিশ করে দিবে। ফলে খুব দ্রুত আপনার বাসা ভাড়া হয়ে যাবে।

অ্যাপসটি ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে ‘মনের বাড়ি’লিখে সার্চ দিন পেয়ে যাবেন এই মজার অ্যাপসটি। আর সেই সাথে উপভোগ করুন অ্যাপসটির যাবতীয় সুবিধা।

This post was last modified on জুন ২৪, ২০২০ 11:41 পূর্বাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে