দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিডিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক আক্রমণের প্রতিবাদস্বরূপ প্রায় ৩০০ এর বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান এক ক্যাম্পেইন ব্যবস্থা চালু করেছে।
সংবাদ মাধ্যম বিবিসির এক খবরে বলা হয়েছে, বস্টন গ্লোব গত সপ্তাহে সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নোংরা যুদ্ধের’ নিন্দা জানিয়ে ‘#EnemyOfNone’ হ্যাশটাগ ব্যবহারের ডাক দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডিয়াকে নিন্দা জানিয়ে ‘ভুল সংবাদ’ ও সাংবাদিকদেরকে ‘জনগণের শত্রু’ বলে আখ্যায়িত করেছেন।
মিডিয়ার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের এই ধারাবাহিক মন্তব্য ঝুঁকি হিসেবে দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
বস্টন গ্লোবের ডাকে সাড়া দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সংবাপত্রগুলোর পাশাপাশি ছোট ছোট স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও তাদের প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা শুরু হতে পারে- এমন উদ্বেগের সঙ্গে একমত নন অন্তত ৫২ শতাংশ উত্তরদাতা।
অন্যদিকে ৬৫ শতাংশ উত্তরদাতা বলেছেন যে, সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ, তা তারা বিশ্বাসও করেন।
বস্টন গ্লোবের সম্পাদকীয়র শিরোনাম করা হয়েছে, ‘সাংবাদিকরা শত্রু নয়’। সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে- ২০০ বছরের বেশি সময় ধরে আমেরিকান মূলনীতিগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা।