দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোরবানির ঈদ আসার কারণে বেশ আতঙ্কে রয়েছেন ভারতীয় মুসলিমরা। কারণ কোরবানি করা নিয়ে মুসলমানদের মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভারতীয় উপমহাদেশে আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসবটি। তাই কোরবানির পশু জবাইয়ে মুসলমানরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন ভারতের মুসলিমরা রয়েছেন চরম আতঙ্কের মধ্যে।
সম্প্রতি গরু জবাই দেওয়ার অপরাধে দেশটিতে মুসলমানদের পিটিয়ে মারার নানা অভিযোগ রয়েছে কট্টোর হিন্দুদের বিরুদ্ধে। মুসলিমদের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক ঘটনায় ভারতীয় প্রশাসনও থেকেছে প্রায় নির্বিকার। এমন পরিস্থিতিতে দেশটির মুসলিমরা রয়েছেন চরম আতঙ্কের মধ্যে।
দিল্লিভিত্তিক মুসলিমদের সংগঠন এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। দিল্লিভিত্তিক মুসলিমদের রাজনৈতিক জোটের নেত্রী তাসলিম রহমান বলেছেন, আমাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে।
উ্রল্লেখ্য, গরুকে হিন্দু ধর্মাবলম্বীরা দেবী মনে করেন। তাই দেবীকে জবাই করা ও তার গোস্ত খাওয়া তাদের জন্য হারাম বলে বিবেচিত হয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর দেশটিতে গরু জবাইয়ের অপরাধে মুসলিমদের পিটিয়ে মারার প্রবণতা বেড়েছে।