Categories: বিনোদন

নবনীতার নতুন অ্যালবাম ‘আহারে সোনালি বন্ধু’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তিনি দীর্ঘদিন সঙ্গীত থেকে দূরে ছিলেন। তিনি হলেন সঞ্চালক, সাংবাদিক এবং সংগীতশিল্পী নবনীতা চৌধুরী। এবার এলো তার নতুন অ্যালবাম ‘আহারে সোনালি বন্ধু’।

দীর্ঘদি নবনীতা চৌধুরীর কোনো নতুন অ্যালবাম আসেনি। । অ্যালবামটির টাইটেল ট্র্যাক হাসন রাজার বিখ্যাত গান ‘আহারে সোনালি বন্ধু’। যা ইতিমধ্যে প্রকাশও পেয়েছে।

সাম্প্রতিক সময় জনপ্রিয় রাজনৈতিক টক শো রাজকাহন-এর সঞ্চালক এবং সাংবাদিক হিসেবে অধিক পরিচিতি থাকলেও একজন পুরোদস্তুর সংগীতশিল্পী হলেন নবনীতা চৌধুরী। রবীন্দ্র বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের ছাত্রী হলেন নবনীতা চৌধুরী। কৈশোর থেকেই লালন ও লোকগানের চর্চা শুরু করেন নবনীতা। জীবনসঙ্গী লাবিক কামাল গৌরবের সঙ্গেই গানে জুটি বেঁধেছেন নবনীতা।

Related Post

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ২০০৭ সালে আইয়ুব বাচ্চুর সঙ্গীতায়োজনে তার প্রথম অ্যালবাম ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ প্রকাশিত হয়। এবার আজব ব্যান্ডের লিড গিটারিস্ট এবং ভোকাল গৌরবের সংগীতায়োজনে নতুন অ্যালবাম নিয়ে হাজির হতে চলেছেন নবনীতা চৌধুরী। খুব শীঘ্রই জি সিরিজের ব্যানারে অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানা গেছে।

নতুন অ্যালবাম প্রসঙ্গে নবনীতা চৌধুরী বলেছেন, ‘লন্ডনে প্রবাসী সিলেটিদের আয়োজনে লোকগানের শিল্পীদের নানা আসরে গিয়ে সিলেটি গানের প্রতি ভালোবাসার সূচনা। সিলেটি গানের প্রেম, সরলতা, সুরের গভীরতা, লয়ের দোলা বুকের ভেতর এক অন্য রকম হাহাকার তৈরি করে। আর তখন থেকেই হাসনরাজা, রাধারমনসহ সিলেটের নানা লোক কবিদের গাওয়া একটু কম চর্চিত ও অশ্রুত গান গলায় তুলে গাইতে শুরু করি। সেসব গান গৌরবের সঙ্গে তার গিটার -দোতারায় তুলে মঞ্চে একসঙ্গে বাজাতে ও স্টুডিওতে রেকর্ড করা শুরু করি আমরা।’

অ্যালবামের টাইটেল ট্র্যাক প্রকাশ করা নিয়ে নবনীতা বলেন, ‘জি সিরিজের প্রযোজনায় খালেদ ভাইয়ের উৎসাহে এই ঈদে ‘আহারে সোনালি বন্ধু’ গানটি প্রকাশ করার কারণটি আসলে দর্শক-শ্রোতারা কীভাবে গ্রহণ করেন তা বোঝার প্রয়াস এটি। এখন শুধু গান ছাড়লেই হয়না, ইন্টারনেটে সেটা দর্শক-শ্রোতার কাছে কীভাবে পৌঁছাবে, সেটিও একটি বিষয়। বর্তমানে ভিডিও তৈরি করে ইন্টারনেটে ক্লিক করলেই শোনার ব্যবস্থা না করলেই নয়।’

নবনীতা আরও বলেন, ‘প্রথমবারের মতো গৌরবের সংগীতায়োজনে ভিডিওসহ গান লঞ্চ করলাম, এতে দারুণ সাড়াও পেয়েছি। এখনও ইউটিউব বা এরকম ফ্রি প্লাটফর্মগুলোয় গানটি নেই, জিপির ফেসবুক প্লাটফর্মে এক্সক্লুসিভলি রয়েছে, তাতেই দেড় লাখের বেশি মানুষ গানটি দেখেছেন ১২ দিন সময়ের মধ্যেই। অর্থাৎ এখনও কাওকে জানিয়েও দেওয়া হয়নি ভালো করে, তাতেই মানুষ এতো পছন্দ করছেন ৫৫০ এর বেশি মানুষ শেয়ার করেছেন, আমরা মানুষের ভালোবাসায় অভিভূত এবং অনুপ্রাণিত হয়েছি।’

This post was last modified on আগস্ট ২৮, ২০১৮ 12:31 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতেই যাবে না হামাস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ…

% দিন আগে

চার তলা থেকে পড়ে দোতলার কার্নিশে আটকে বেঁচে গেলো এক শিশু! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‌‌"রাখে আল্লাহ মারে কে' কথাটি আবারও প্রমাণ হলো। ঘটনাটি ঘটেছে…

% দিন আগে

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে