দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাশিয়া দক্ষ ব্যক্তিদের বাছায় করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে যার নাম ‘ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন ২০১৯’ আগামী ২০১৯ সালের ২২ থেকে ২৭ আগস্ট রাশিয়ার কাজানে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনের আয়োজন করা হবে। বাংলাদেশ প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
বাংলাদেশে এই প্রতিযোগিতার জন্য প্রতিযোগী বাছায় করবে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল-এনএসডিসি)। এই সংস্থাটি বাংলাদেশে প্রতিযোগী বাছায়করণের জন্য আরেকটি প্রতিযোগীতার আয়োজন করেছে। এ বছর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করে রাইজিং স্টারদের বাছাই করা হবে। এখান থেকে বিজয়ী প্রতিযোগীরা রাশিয়ার কাজানের মূল প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
আপনি যে বিষয়ে দক্ষ, নিচের ওয়েবসাইট থেকে প্রথমে সেই বিষয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের কিছু শর্ত রয়েছে,
১। রেজিস্ট্রেশনকারিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। কেবলমাত্র ৩০ সেপ্টেম্বর ১৯৯৭ এর পর জন্ম হয়েছে এমন ব্যক্তিরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
৩। একজন ব্যক্তি কেবল একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে। যদি কেউ একাধিক প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করে, তবে তার
রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। অর্থাৎ সে কোন প্রতিযোগিতায়ই অংশ গ্রহণ করতে পারবে না।
যার ওপর প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
১। ফ্যাশন টেকনোলজি,
২। আইটি সফটওয়্যার সল্যুশন ফর বিজনেস,
৩। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট
৪। ইনফরমেশন নেটওয়ার্ক ক্যাবলিং
৫। ব্যাকারি,
৬। কুকিজ,
৭। কনফেকশনারি এবং
৮। রেস্টুরেন্ট সার্ভিস
তবে বাংলাদেশিরা কেবলমাত্র আইটি সফটওয়্যার সল্যুশন ফর বিজনেস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইনফরমেশন নেটওয়ার্ক ক্যাবলিং প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করা যাবে http://www.nsdc.gov.bd/risingstar/registration/ এই ঠিকানা থেকে।