দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের নতুন চলচ্চিত্র ‘সাপলুডু’ আসছে খুব শীঘ্রই। ছোট পর্দার পরিচালক গোলাম সোহরাব দোদুল এবার বড় পর্দায় নিয়ে আসছেন এই চলচ্চিত্রটি।
ছোট পর্দার পরিচালক গোলাম সোহরাব দোদুল এবার বড় পর্দায় নিয়ে আসছেন ‘সাপলুডু’ নামে চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির চিত্রনাট্যও তৈরি করেছেন দুদুল। ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন অরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এই নিয়ে তারা দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন। ইতিপূর্বে ‘তারকাঁটা’ ছবিতে শুভ ও মিম একসঙ্গে অভিনয় করেছিলেন।
এই ছবি প্রসঙ্গে মিম বলেন, চ্যালেঞ্জিং একটি চরিত্রে আমি অভিনয় করবো। এমন চরিত্রে আগে কখনও কাজ করা হয়নি। দোদুল ভাই অনেক ভালো একজন নির্মাতা। উনার পরিচালনায় ক্যারিয়ারের শুরুতে নাটকে কাজ করেছি আমি। বেশ ভালো একজন মানুষ তিনি। আমার বিশ্বাস, দর্শকরা এই কাজটি পছন্দ করবেন। আমার এবং শুভ ভাইয়ের বাইরে ছবিতে আরও চমক থাকবে। তবে এখন তা বলতে চাই না। আসছে অক্টোবর মাসে এই ছবির শুটিং শুরু।
উল্লেখ্য, এই ছবির গল্পে থাকবে নানা চমক। এই ছবিতে থাকবে একঝাঁক অভিনয় শিল্পী। বাংলাদেশের প্রেক্ষাপট নিয়েই ছবির গল্প এগিয়ে যাবে। ঢাকা, বান্দরবান, রাঙামাটি এবং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে বলে জানানো হয়েছে।
This post was last modified on সেপ্টেম্বর ৪, ২০১৮ 12:44 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পরিচালিত পারসিভিয়ারেন্স রোভার সম্প্রতি…