বিশ্বের তৃতীয় বৃহৎ মসজিদ নির্মাণ হচ্ছে আলজেরিয়ায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফ্রিকা মহাদেশের মুসলিম রাষ্ট্র আলজেরিয়ায় এ বছরের শেষদিকে উদ্বোধন হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। মসজিদের নামকরণ করা হয়েছে ‘আলজেরিয়া গ্রান্ড মসজিদ’।

আলজেরিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী মোহাম্মদ ইসা গত রবিবার এই ‘আলজেরিয়া গ্রান্ড মসজিদ’ এর ঘোষণা দিয়েছেন। ফরাসি-ভাষায় প্রকাশিত আলজেরিয়া সরকারের মুখপত্র আলমুজাহিদ পত্রিকার সদর দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এই তথ্য দিয়েছেন।

এই মসজিদটি রাজধানী আলজিয়ার্সের মোহাম্মদিয়া নামক স্থানে অবস্থিত। মসজিদটি ২ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত। মসজিদটির মিনারের উচ্চতা প্রায় ২৬৫ মিটার। এই মসজিদটি সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববির পর বিশ্বের সর্ববৃহৎ মসজিদ হিসেবে স্বীকৃতি পেতে চলেছে।

Related Post

আলজেরিয়ার ধর্মমন্ত্রী বলেছেন, “মুসল্লিদের সব ধরনের সুবিধাসম্পন্ন করে চলতি বছরের ডিসেম্বর নাগাদ যাবতীয় নির্মাণকাজ সমাপ্ত করা আমাদের টার্গেট। কোনো কারণে যদি সম্ভব না হয় তাহলে ২০১৯ এর শুরুতে উদ্বোধন করতে পারবো বলে আমরা আশা রাখছি।”

মোহাম্মদ ইসার দেওয়া তথ্য মতে, এই মসজিদের ইমাম রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানেই তার নাম ঘোষণা দেওয়া হবে।

মসজিদ কর্তৃপক্ষের প্রত্যাশা হলো, ২০১২ সালের মে মাসে নির্মাণকাজ শুরু হওয়া এই মসজিদটি একটি বৈজ্ঞানিক ও পর্যটনকেন্দ্রে পরিণত হবে। ১ লাখ ২০ হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের ভূগর্ভস্থ ৩ তলায় গাড়ি পার্কিংয়ে ব্যবস্থাও রয়েছে। ১ লাখ ৮০ হাজার বর্গমিটারের পার্কটিতে ৬,০০০ হাজারের বেশি গাড়ি অনায়াসে রাখা সম্ভব। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে পৃথক দুটি হল। একটি ১৬,০০০ বর্গমিটারের ১৫০০ আসন সমৃদ্ধ এবং অপরটি ১০০ বর্গমিটার ও ৩০০ আসন বিশিষ্ট।

জানা গেছে, মসজিদে আগত বইপ্রেমীদের জন্য সেখানে থাকবে ২১ হাজার ৮০০ বর্গমিটারের সুবিশাল ও সমৃদ্ধ লাইব্রেরি। লাইব্রেরিতে পাঠকের আসন সংখ্যা ২ হাজার। পুরো মসজিদ কমপ্লেক্স প্রকল্প বাস্তাবায়নে খরচ পড়বে ১.৫ বিলিয়ন ডলার। নির্মাণসংক্রান্ত দায়িত্বে রয়েছে একটি চায়না কোম্পানি।

This post was last modified on সেপ্টেম্বর ৬, ২০১৮ 11:23 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে

মাছ ধরার এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৬ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ডায়াবেটিস রোগিরা ‘ইনস্ট্যান্ট নুডলস’ খেলে কি রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ইনস্ট্যান্ট নুডলস’ স্বাদে মিষ্টি না হলেও এই ধরনের খাবারে শর্করার…

% দিন আগে

বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার হিসেবে সাব্বির আহমেদকে নিয়োগ দিলো ভিসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেমেন্ট প্রযুক্তিতে বিশ্বের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান ভিসার বাংলাদেশ, নেপাল এবং ভুটানের…

% দিন আগে