Categories: জ্ঞান

গাড়ি ব্রেক ফেইল করলে যেভাবে নিয়ন্ত্রণ করবেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দূর্ঘটনা কখনো বলে আসে না। তবে ব্রেক ফেইল হলে ড্রাইভার গাড়িকে নিয়ন্ত্রণ করার জন্য কিছুটা সময় পেয়ে থাকেন। এমন অনেক দুর্ঘটনা ঘটেছে যা ব্রেক ফেইলের কারণেই হয়েছে। সাধারণত যখন কোন ড্রাইভার বুঝতে পারে তার গাড়ি ব্রেক ফেইল করেছে, তখন সে মানসিকভাবে খুব চিন্তিত হয়ে পরে।

যার কারণে সে কি করবে বুঝতে পারে না। আর এভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পরার কারণেই মূলত সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। আজ আমরা জানবো কোন গাড়ির ব্রেক ফেইল হলে কিভাবে গাড়িকে নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন।

১। যখন আপনি বুঝতে পারবেন আপনার গাড়ি ব্রেক ফেইল হয়েছে, তখন কোনভাবেই উত্তেজিত বা ভয় পাবেন না। মাথা ঠান্ডা রাখবেন। কারণ ওই সময় আপনাকে যে কাজগুলো করতে হবে তা ভয় পেলে বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে আপনি দুর্ঘটনা এড়াতে পারবেন না। তাই মাথা ঠান্ডা রাখুন।

২। গাড়ির ইমারজেন্সি লাইট অন করে দিন এবং ঘন ঘন হর্ণ চাপুন। তাহলে অন্যরা আপনার গাড়ির সমস্যা বুঝতে পেরে আপনাকে সাইড দিবে।

৩। গাড়ির এক্সেলেটর থেকে পা সরিয়ে নিন। এর ফলে গাড়ির গতিবেগ কমে আসবে।

৪। গিয়ার নিউট্রাল করে দিন। তবে মেনুয়াল গিয়ার হলে একবারে গিয়ার নিউট্রাল করবেন না। তাহলে গিয়ার আটকে ভেঙ্গে যেতে পারে। তাই একটি একটি করে গিয়ার কমিয়ে নিউট্রাল করুন।

৫। বার বার ব্রেক চাপতে থাকুন।

৬। রাস্তা ফাকা থাকলে একটু এঁকেবেঁকে চালানোর চেষ্টা করুন। এতে গাড়ির গতিবেগ কিছুটা কমে যাবে। কারণ সোজা চালানোর থেকে কিছুটা এঁকেবেঁকে চালালে গাড়ির গতিবেগ কমে যায়।

৭। যখন দেখবেন গাড়ির গতিবেগ অনেকটা কমে এসেছে তখন আস্তে আস্তে হ্যান্ড ব্রেক তুলে গাড়ি থামানোর চেষ্টা করুন। তবে হ্যান্ড ব্রেক কখনই একবারে সম্পুর্ণ তুলে দিবেন না। এভাবে তুলে দিলে গাড়ি উল্টে যেতে পারে।

তবে সর্বদা মাথা ঠান্ডা রাখবেন নইলে যেকোন সময় বিপদ ঘটে যেতে পারে। সেই সাথে গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগাতে ভুলবেন না। সিট বেল্ট আপনাকে যেকোন বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা করবে। গাড়ি চালানোর সময় প্রতি মিনিটে কমপক্ষে ৫ থেকে ৬ বার লুকিং গ্লাসে লক্ষ্য রাখুন। আশা করি এই পদ্ধতিগুলো আপনাকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করবে।

This post was last modified on সেপ্টেম্বর ৩০, ২০১৮ 2:45 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

দেশে ফিরেই মোনালিসা অভিনয়ে ফেরার কথা জানালেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় ছোট পর্দার ব্যস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন মোজেজা…

% দিন আগে

এই ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি হরিণ: আপনি কী খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই জঙ্গলের মধ্যে নদী রয়েছে। রয়েছে সার দেওয়া গাছ। চারপাশে…

% দিন আগে

পাহাড়-পর্বতের এক অসাধারণ দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৪ মে ২০২৪ খৃস্টাব্দ, ৩১ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

সন্তানের শরীরচর্চা নিয়ে চিন্তিত না হয়ে জিম, যোগাসন ও আর যা শেখানো যেতে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পড়াশোনার জন্য দিনের বেশির ভাগ সময় কম্পিউটারে চোখ রাখতে…

% দিন আগে

ডিবিএইচের ময়মনসিংহ শাখা উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি…

% দিন আগে

পাবলিক প্রকিউরমেন্টে সমান সুযোগের জন্য অন্যায্য ধারাগুলো সরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রবিবার (১২ মে) সেমিনারে বক্তারা বলেন, সরকারকে পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায়…

% দিন আগে