দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে এমন কিছু দেশ ও নিয়ম রয়েছে যা শুনলে আপনি অবাক হবেন। জন্ম নিয়ে যার বয়স হওয়ার কথা একদিন সে কিনা বছরের শিশু হিসেবে পরিগণিত হয়। এমন উদ্ভট ঘটনাসহ বেশ কিছু উদ্ভট নিয়ম রয়েছে কিছু দেশে।
পৃথিবীতে এমন দেশ আছে যেখানে আপনি ভোট দিতে না গেলে বিপুল টাকা জরিমানা দিতে হয়! আবার এমন দেশ রয়েছে জন্ম নিয়েই বছয় হচ্ছে এক বছর! চলুন এমনই বেশ কিছু অদ্ভুত ভিনদেশি নিয়ম সম্বন্ধে জেনে নিই।
ভারত বা আমেরিকা কিংবা অন্য কোনও দেশের ২ বছরের শিশুর সঙ্গে দক্ষিণ কোরিয়ায় ২ বছরের শিশুর মধ্যে আসল বয়সের পার্থক্য হলো এক বছর! দক্ষিণ কোরিয়ায় জন্মের সঙ্গে সঙ্গেই শিশুদের বয়স ধরা হয় এক বছর। যে কারণে বিশ্বের যে কোনও প্রান্তের যে কোনও বয়সের মানুষের থেকে দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের বয়স এক বছর বেশি হয়ে থাকে।
নির্বাচন ঘিরে প্রতিটি মানুষের আলাদা মতামত থাকে, সেটিই স্বাভাবিক। অনেকেই আবার নানা কারণে ভোট দেন না এবং সগর্বে ঘোষণাও করেন সেটি। তবে আপনি কী জানেন অস্ট্রেলিয়ায় এমন কর্ম করা মানা। কারণ ভোট না দিলে সেখানে জরিমানা গুণতে হয়। সম্প্রতি তাসমানিয়ায় নির্বাচনে ৬ হাজার ব্যক্তি অংশ নেয়নি। তাদেরকে ২৬ ডলার করে জরিমানা করা হয়েছে।
এটি আসলে ছোটদের নিয়মানুবর্তিতা শেখানোর অস্ত্র। লা চানক্লাকে নিয়ে ঠিক এমনটাই বলা হয়ে থাকে। এটিকে বলা হয় আসলে চপ্পল। লাতিন আমেরিকা ও স্পেনে মা-দাদীরা চপ্পলের মাধ্যমেই ছোটদের শাসন করে থাকেন। ইউরোপের বেশ কিছু দেশ যেখানে বাচ্চাদের শাসন করলে জেলেও যেতে হতে পারে, সেখানে ইউরোপেরই এক দেশটিতে এ রকম ব্যবস্থা সত্যিই সকলকে চমকে দেয়।
জার্মানিতে চার্চগুলোকে রাজনৈতিক প্রভাব হতে দূরে রাখার জন্য ১৯৩৯ সালে অ্যাডলফ হিটলার চার্চ ট্যাক্স চালু করেন। এই আইন মতে, একজন আয়করদাতাকে তার মোট করের ৮-৯ শতাংশ চার্চ ট্যাক্স দিতে হয়। অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, ইতালি, সুইডেনে এখনও এমন একটি আইন চালু রয়েছে।
এক আশ্চর্য বিষয় হলো, পুরো পরিবারই চলেছে একটি বাইকে চেপে! এক সময় এই ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়। প্রচুর হাসাহাসিও হয়েছিল ছবিটি দেখে। খুবই বিপজ্জনক একটি পরিস্থিতি। তবে পাকিস্তানে এই ছবিটি মোটেই বিরল কিছু নয়। পাকিস্তানে অবশ্য এটি বেআইনি। কারণ হলো এতেকরে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়।
ইন্দোনেশিয়ার একটি রীতি রয়েছে। যে রীতি অনুযায়ী একটি কলাপাতায় একসঙ্গে অনেকেই বসে খাওয়া দাওয়া করেন। এতে মানুষের মধ্যে ঐক্য বৃদ্ধি পায় বলে তাদের বিশ্বাস।
বছরের ফেব্রুয়ারি বা মার্চের শুরুতে ‘ব্যাটেল অফ অরেঞ্জ’ উৎসব করা হয় উত্তর ইতালির শহর ইভরিয়াতে। এই উৎসবে একে অপরের দিকে কমলালেবু ছোড়েন অংশগ্রহণকারীরা। লোক মুখে শোনা যায়, এটি নাকি প্রতীকী উৎসব। বহুযুগ আগে রাজার হাত থেকে ভায়োলেটা নামে এক মেয়েকে বাঁচাতে পাথর ছোড়েন এলাকার গ্রামবাসীরা। সেই পাথরের প্রতীক হিসেবে এখানে কমলালেবু ছোঁড়া হয়।
This post was last modified on অক্টোবর ১৮, ২০১৮ 2:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…