দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন পর আজ আবার দেশের মাটিতে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ আজ। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
বাংলাদেশ এবারই প্রথম কোনো সিরিজ খেলতে চলেছে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়া। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ (রবিবার) জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর ২নং শেরেবাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।
সাকিব-তামিম না থাকলেও দল হিসেবে সেরাটাই খেলতে চান মাশরাফি। এই বিষয়ে মাশরাফি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘অনেক দিন পর আমরা হোমে খেলতে নামছি। সে কারণে সবাই আত্মবিশ্বাসী। সাকিব তামিম থাকবে না, এটা আগে থেকেই সকলেই জানে। তাই সেভাবেই সকলেই প্রস্তুতি নিয়েছে, সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য যা যা দরকার তাই করেছেন।’
ইতিপূর্বে ৬৯ বার মুখোমুখি হয়ে ৪১ বার জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। আজ হলো ৭০ তম লড়াই। তাই দুদলের লড়াইয়ে নিজেদের জয়ের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে টাইগাররা। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার কাছে টানা ৭ ম্যাচ হেরে এসেছে জিম্বাবুয়ে। যদিও বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তাদের অনেক বেশি। মাশরাফি তাই প্রতিপক্ষকে সমীহ করছেন ও চ্যালেঞ্জটা একই রকমভাবে দেখছেন।
এদিকে বিশ্ব ক্রিকেটে ওয়ানডেতে আজ ৩৫০তম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের জন্য আরও কয়েকজন ক্রিকেটারকে তৈরি করার মিশন নিয়ে আজকের সিরিজটা খেলবে টাইগাররা।
জানা গেছে, আজ বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হতে পারে ফজলে রাব্বির। ব্যাটিংয়ের সঙ্গে তার বাঁহাতি স্পিনটাও কাজে লাগাতে বদ্ধ পরিকর বাংলাদেশ। বাকিটা খেলা মাঠে গড়ালেই বোঝা যাবে কি ঘটতে চলেছে আজকে।