আকাশে কৃত্রিম চাঁদ পাঠাচ্ছে চীন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীন এবার আকাশে কৃত্রিম চাঁদ পাঠাচ্ছে। যে চাঁদ রাতের বেলায় সত্যিকারের চাঁদের থেকেও বেশি আলো দেবে। আর সে চাঁদ থেকেই আলোকিত হবে রাস্তাঘাট!

এই কৃত্রিম চাঁদের বদৌলতে চীনের রাস্তায় জ্বলবে না কোনো স্ট্রিট ল্যাম্প। যে কারণে ইলেকট্রিক খরচও হবে অনেক কম। মূলত সেই উদ্দেশেই এই অসাধ্য সাধন করার সিদ্ধান্ত নিয়েছে চীন। আকাশে একটা পুরো আস্ত চাঁদ বসিয়ে দেবে চীন। সেই চাঁদের থেকেই আলো হবে রাস্তাঘাট, শহর প্রান্তর।

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, চীনের একটি শহরে উৎক্ষেপণ করা ওই চাঁদ আকাশ থেকে চারদিকের প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে আলো ছড়াবে। ২০২০ সালে এই চাঁদটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংগদু শহরে উৎক্ষেপণের কথা। ওই অঞ্চলের ওপরে নিক্ষেপ করা এই উপগ্রহটি সত্যিকারের চাঁদের থেকেও আটগুণ বেশি আলো দেবে। উপগ্রহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রকল্পের কিছু কিছু তথ্য ইতিমধ্যেই প্রকাশ করেছে।

Related Post

বলা হয়েছে, ফ্রান্সের একজন শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হয়েই এই প্রকল্পটি হাতে নিয়েছেন তারা। ওই শিল্পী আকাশ হতে পৃথিবীতে আয়নার একটি নেকলেস ঝুলিয়ে দেওয়ার কথা প্রথম কল্পনা করেন।

দেশটির চেংগদু অ্যারোস্পেস সায়েন্সে টেকনোলোজি মাইক্রো-ইলেক্ট্রনিক্স সিস্টেম রিসার্স ইন্সটিটিউট কোম্পানি লিমিটেডের প্রধান উ চুংফেন্ড গত ১০ অক্টোবর কৃত্রিম চাঁদ নামে এই প্রকল্পের বিষয়টি প্রথমবারের মতো জনসম্মুখে প্রকাশ করেন।

এই চাঁদের বিষয়ে উ চুংফেন্ডকে সংশয়ের কথা জানালে তিনি বলেন যে, আমরা অনেক বছর ধরে এর উন্নয়নে কাজ করে চলেছি। বর্তমানে আমরা এই ব্যাপারে আশাবাদী যে, ২০২০ সালের মধ্যে আমরা এটিকে সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হবে।

This post was last modified on অক্টোবর ২১, ২০১৮ 11:09 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শের পরই গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত ২০০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আবারও ভয়াবহ হামলা…

% দিন আগে

বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক: কিন্তু খেলো এক চড়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক। কিন্তু সিংহশাবকের মাথায়…

% দিন আগে

বনের মধ্যেদিয়ে চলে গেছে রেলপথ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৪ চৈত্র ১৪৩১…

% দিন আগে

বিশেষ একটি ফল ঋতুস্রাবজনিত শারীরিক অস্বস্তি নিয়ন্ত্রণে রাখবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি ঋতুস্রাব চলাকালীন অতিরিক্ত রক্তপাত, পেটে যন্ত্রণা, পেটফাঁপা,…

% দিন আগে

ইউটিউব এবার কন্টেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানহীন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ দিলো ইউটিউব। এই ধরনের ভিডিওর…

% দিন আগে

পুরাতনী টোটকায় ফিরতে পারে চোখের জ্যোতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একবার চশমা চোখে উঠলেই আর রক্ষে নেই- সেটি সারাজীবনের সঙ্গী।…

% দিন আগে