দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় ম্যাচের আসর বসছে। সিরিজ জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামছে টাইগাররা। দুপুর আড়াইটায় শুরু হবে এই লড়াই।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাংলাদেশ আজ ম্যাচ জিতলেই সিরিজ জয়। সেই সিরিজ জয়ের সমীকরণকে সামনে রেখেই মাশরাফি বিন মুর্তজার দল আজ মাঠে নামবে। অনুপ্রেরণা দিচ্ছে এই মাঠে নিজেদের নানা রেকর্ড। এখানে কখনোই কোনো ওয়ানডেতে বাংলাদেশকে হারাতে পারেনি জিম্বাবুয়ে।
তবে প্রতিপক্ষকে নিয়ে চিন্তার সঙ্গে ম্যাচের আগে মাশরাফিকে আরেকটি চিন্তা করতে হচ্ছে, আর সেটি হলো শিশির নিয়ে। অক্টোবরের সন্ধ্যায় সাগরিকার এই মাঠটিতে অনুমিতভাবেই হানা দেবে শিশির। সেক্ষেত্রে পরে বোলিং করাটা হবে বেশ কঠিন একটি কাজ।
চট্টগ্রামের ব্যাটিংবান্ধব এই উইকেটে বড় রান তোলা খুব একটা কঠিন নয়। তবে শিশিরের সুবিধা নিয়ে সেই রান তাড়া করে ফেলাটাও যে সম্ভব হতে পারে, সেটাও বেশ ভালোভাবেই জানা রয়েছে মাশরাফির। টস নিয়ে তাই বেশ চিন্তিত ওয়ানডে দলপতি।
প্রথম ঢাকা ম্যাচে ইমরুল কায়েস এবং মোহাম্মদ সাইফউদ্দিনের ১২৭ রানের সপ্তম উইকেট জুটি বাংলাদেশকে এনে দিয়েছিল ২৭১ রানের বিশাল সংগ্রহ। তবে এই ম্যাচে অবশ্যই বড় সংগ্রহ পেতে সপ্তম উইকেট পর্যন্ত অপেক্ষা নাও করতে হতে পারে।
এশিয়া কাপ ফাইনালে সেঞ্চুরি করে আসা ওপেনার লিটন দাস গত ম্যাচে ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। আবার রান পাননি অভিষিক্ত ফজলে রাব্বিও। টপ অর্ডারের ব্যর্থতার ষোলোকলাই পূরণ করেছিলো মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের রান না পাওয়া। এই সিরিজের প্রথম ম্যাচেই নয়, টপ অর্ডার বাংলাদেশের দুশ্চিন্তার কারণ এই বছরের শুরু হতেই। ব্যতিক্রম ঘটেছিলো এশিয়া কাপের ফাইনালে। তবে ওই ম্যাচে দুই ওপেনারের এনে দেওয়া দারুণ শুরু এরপর স্রেফ খেলো হয়ে গিয়েছিলো পরের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। নিজেদের ব্যাটিংয়ে, অর্থাৎ টপ অর্ডারে তাই কিছুটা উন্নতি নিশ্চিতভাবেই আশা করতে হবে।
জিম্বাবুয়ের জন্য ম্যাচটা বেশ চ্যালেঞ্জের। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়েছে ওদেরও। সেক্ষেত্রে ওপরের দিকে ব্যাটিং শক্তি বাড়াতে পিটার মুরের স্থানে জিম্বাবুয়ের দলে দেখা যেতে পারে তারিসাই মুসাকান্দাকে। তাছাড়া খেলতে পারেন দলের অভিজ্ঞ ক্রিকেটার এলটন চিগুম্বুরাও। তবে সব কিছু বোঝা যাবে খেলা মাঠে গড়ানোর পর। সেজন্য আমাদের আর কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।
This post was last modified on অক্টোবর ২৪, ২০১৮ 9:58 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…