Categories: জ্ঞান

টুথপেস্টের কিছু বিকল্প ব্যবহার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টুথ পেস্ট সাধারণত দাঁত ব্রাশ করার কাজে ব্যবহৃত হয়। তবে এই টুথপেস্ট ব্যবহার করে আমরা নানা রকম সমস্যা সমাধান কর‍তে পারি। আজ আমরা টুথপেস্টের এমনি কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব।

টুথপেস্টের কিছু বিকল্প ব্যবহার 1টুথপেস্টের কিছু বিকল্প ব্যবহার 1

১। দেওয়ালে কালি জাতীয় কিছুর দাগ তুলতে টুথপেস্টের ব্যবহারঃ

বাসায় ছোট বাচ্চারা অনেক সময় দেওয়ালে কলম পেনসিল বা এমন জাতীয় কিছু দিয়ে অবাঞ্চিত দাগ লাগায়। এমন দাগ তুলতে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হালকা ভিজিয়ে নিন। তারপর ওই দাগের উপর ব্রাশ করুন। এখন একটি কাপড় দিয়ে মুছে ফেলুন, তাহলে দাগ উঠে যাবে।

২। কাঠের আসবাবপত্রে কালি বা কফির দাগঃ

কোন কারণবশত কাঠের আসবাবপত্রে দাগ লাগলে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হালকা ভিজিয়ে সেই দাগের উপরে ব্রাশ করুন। তারপর শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন।

Related Post

৩। লিপস্টিক জাতীয় কিছুর দাগঃ

কোন পোশাকে লিপস্টিক জাতীয় কিছুর দাগ লাগলে ওই দাগের উপর টুথপেস্ট লাগিয়ে ভেজা ব্রাশ দিয়ে হালকা করে ঘষে দাগ তুলে ফেলুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন।

৪। যেকোন কাঁচ বা গাড়ির হেড লাইট পরিষ্কারঃ

গাড়ির হেড লাইট পরিষ্কার করতে আপনি ব্যবহার করতে পারেন টুথপেস্ট। হালকা ভেজা সুতির নরম কাপড়ের সাথে টুথপেস্ট লাগিয়ে নিন। এখন ধীরে ধীরে ডোলে পানি দিয়ে পরিষ্কার করে নিন। এভাবে আপনি যেকোন কাঁচ পরিষ্কার করতে পারেন।

৫। কোন পাত্রের গন্ধ নিবারণেঃ

কোন পাত্র অনেকদিন আবদ্ধ অবস্থায় থাকায় তার মধ্যে এক ধরনের গন্ধের সৃষ্টি হয়। এই গন্ধ নিবারণ করতে ওই পাত্রে টুথপেস্ট মিশ্রিত পানি দিয়ে ধুয়ে নিন। তাহলে গন্ধ এবং জীবাণু থাকবে না।

৬। ইস্ত্রি পরিষ্কার করতে টুথপেস্টের ব্যবহারঃ

অনেকদিন ইস্ত্রি ব্যবহার করার কারণে এর উপর একধরণের আস্তরণ পরে। এই দাগ তুলতে টুথপেস্টের জুড়ি মেলা ভার। ইস্ত্রির এই দাগ পরিষ্কার করতে ইস্ত্রির তলায় টুথপেস্ট মেখে পেপার টাওয়েল দিয়ে ঘষে একটা তোয়ালে ভিজিয়ে পরিষ্কার করে নিতে পারেন।

৭। মোবাইল স্ক্রিন পরিষ্কারঃ

অনেকেই মোবাইলে স্ক্রিন গার্ড ব্যবহার করেন না। যার ফলে স্ক্রিনে নানা দাগ সহ ময়লা জমে যায়। এখন সামান্য টুথপেস্ট ওই স্ক্রিনে ভাল করে ঘোষে নিন। তারপর একটি নরম কাপড় হালকা ভিজিয়ে আস্তে আস্তে মুছে ফেলুন। তাহলে স্ক্রিন চকচকে এবং দাগ মুক্ত হয়ে যাবে। (দাগ পুরোপুরি না উঠলেও অনেকটাই কমে যাবে।)

৮। নখ পরিষ্কারঃ

অনেক সময় নখের কোণাতে ময়লা জমতে দেখা যায়। এক্ষেত্রে ব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে নখের উপরে কিছুক্ষণ ব্রাশ করুন। তাহলে নখ পরিষ্কার এবং উজ্জল হবে।

This post was last modified on অক্টোবর ২৮, ২০১৮ 3:28 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

মানসিক শান্তি বজায় রাখতে যেসব মানুষের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার চারপাশে এমন অনেকেই রয়েছে, যাদের ভাবনাও অত্যন্ত নেতিবাচক। তাদের…

% দিন আগে

র‌্যাংগস ইমার্টের আয়োজন: ওএলইডি ফেয়ার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পছন্দের ওএলইডি টিভি কেনার মাধ্যমে ক্রেতাদের ঈদ আনন্দ দ্বিগুণ করতে…

% দিন আগে

জোভান-তটিনীর ঈদের বিশেষ নাটক ‘প্রিয় প্রিয়সীনি’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জোভান-তটিনী অনস্ক্রিনে এবার ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে…

% দিন আগে

গাজায় ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি হামলায় আল…

% দিন আগে

আজ ঐতিহাসিক ২৬ শে মার্চ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…

% দিন আগে

সমুদ্রের জলরাশির উত্থান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…

% দিন আগে