দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ সাদীর ‘ও ললনা’ গান বেশ কয়েক দিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর হতেই এই গানটি বেশ সাড়া ফেলেছে।
শেখ সাদীর ‘ও ললনা’ গান বেশ কয়েক দিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর হতেই এই গানটি বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে।
এক কথায় বলতে গেলে, শেখ সাদীর ‘ও ললনা’ গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইতিপূর্বে অডিও প্রকাশ পেলেও এবার সেটির মিউজিক ভিডিও বানিয়ে ইউটিউবে প্রকাশ করেছে সিএমভি।
গত বৃহস্পতিবার বিকেলে প্রকাশের পরই ব্যাপক সাড়া ফেলেছে এই গানটি। এই গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন শেখ সাদী নিজেই। এই গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।
সৈকত রেজার নির্মাণে এই গানের মডেলও হয়েছেন শেখ সাদী নিজেই। সাদীর সঙ্গে ‘ললনা’ রূপে রয়েছেন মডেল মারিয়া ননি। না দেখে থাকলে আপনিও ইউটিউবের গানটি দেখে নিতে পারেন।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=6L96R7kGQRY