দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র কয়েকদিন আগেই এমন একটি বিস্ময়কর অফার দিয়েছিলো ভারতের একটি বিমান সংস্থা। এবার এমন সুযোগ করে দিলো সিঙ্গাপুরভিত্তিক টাইগারএয়ার নামের এয়ারলাইন।
মাত্র কয়েকদিন আগেই এমন একটি বিস্ময়কর অফার দিয়েছিলো ভারতের একটি বিমান সংস্থা। এবার এমন সুযোগ করে দিলো সিঙ্গাপুরভিত্তিক টাইগারএয়ার নামের এয়ারলাইন।
সংবাদ মাধ্যম ডেইলি মেইল’র খবরে বলা হয়েছে, মাত্র ৮৪ টাকা অর্থাৎ ১ ডলারে বিমান ভ্রমণের এমন একটি বিস্ময়ক অফার দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক টাইগারএয়ার নামের এয়ারলাইন। গ্রাহকদের এই অফারটি তারা দিয়েছে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। এই অফারের আওতায় ফিরতি টিকিট হিসেবে মাত্র ১ ডলার বা ৮৪ টাকা দিয়ে বিমান ভ্রমণ করতে পারবেন একজন গ্রাহক। তবে শুধু অস্ট্রেলিয়ার মধ্যেই এই সুযোগটি প্রযোজ্য।
এতে অস্ট্রেলিয়ার সিডনি হতে কফস হারবারে ফিরতে বাঁচবে ৬৯.৯৫ ডলার। গোল্ড কোস্টে, ব্রিসবেনে, মেলবোর্নে এবং কেয়ার্নসে ফিরতে বাঁচবে যথাক্রমে ৭১ দশমিক ৯৫, ৭৯ দশমিক ৯৫, ৮৩ দশমিক ৯৫ এবং ১৪৪ দশমিক ৯৫ ডলার করে।
আগে এলে আগে পাবেন সেই ভিত্তিতে এই অফারটি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এডিলেড, হুইটসানডেইজ ও পার্থ- এর বরাদ্দকৃত ফিরতি টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
জানা যায়, স্থানীয় সময় বুধবার সকালে এই অফার চালু হয় ও শুক্রবার দুপুর ১২টায় অফারের মেয়াদ শেষ হয়ে গেছে।
উল্লেখ্য, কেনাকাটার জন্য ব্ল্যাক ফ্রাইডে ধারণাটি বিশ্বজুড়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এইদিনে মূলত ছাড়ের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও ব্ল্যাক ফ্রাইডে অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়।
This post was last modified on নভেম্বর ২৪, ২০১৮ 8:32 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২২ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৮ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তৃষ্ণা নিবারণের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই সময়ের তাজা রসালো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নামেই যাকে সবাই চেনেন তিনি হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, অদ্ভুত ওই ঘটনাটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৭ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মনের মধ্যে কথা চেপে না রেখে, তা খোলাখুলি বলে দিলেও…