দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৮ সালে গুগল সার্চে সেরা দশে উঠে এসেছেন হিরো আলম। প্রতিদিন গুগলে তথ্য খোঁজার জন্য অসংখ্য মানুষ নানা বিষয়ের উপর সার্চ দিয়ে থাকেন।
প্রতিদিনই অসংখ্য মানুষ গুগলে তথ্য খোঁজার জন্য নানা বিষয়ের উপর সার্চ দিয়ে থাকেন। সেই সার্চের উপর ভিত্তি করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে থাকে বিশ্বখ্যাত সার্চ জায়ান্ট গুগল। ২০১৮ সালে গুগলে বাংলাদেশ হতে সবচেয়ে বেশি কোন বিষয়টি বা কাকে খোঁজা হয়েছে এবার তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রেন্ডিং সার্চের তালিকায় দেখা যায়, এ বছরে অর্থাৎ ২০১৮ সালে বাংলাদেশের মানুষ সবথেকে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামে উপস্থিত হয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি।
তালিকার শীর্ষ দশের মধ্যে রয়েছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আছেন ৯ নম্বরে। আর ১০ নম্বরে রয়েছেন অন্তর্জালের আলোচিত তারকা এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুগল ইতিমধ্যেই কয়েকটি ক্যাটাগরিতে সার্চ ট্রেন্ড প্রকাশও করেছে।