দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮ খৃস্টাব্দ, ১৩ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ, ১৮ রবিউস সানি ১৪৪০ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
সত্যিই এক অপূর্ব মেঘের দৃশ্য। এটি বেইজিং এর দৈত্যাকৃতির মেঘের দৃশ্য। এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। সত্যিই এক ব্যতিক্রমি ফটোগ্রাফী।
চীনের রাজধানী বেইজিং এর আকাশে ২০১২ সালে এমন এটি দেখা গিয়েছিল। দেখতে অনেকটা ব্যাঙের ছাতার মতো, নিউক্লিয়ার বিস্ফোরণের পর সাধারণত যেমন দেখা যায়। চীনের জাতীয় বায়ুমন্ডলীয় পরিষদের গবেষণায় পরবর্তীতে জানা যায় যে, এটি প্রকৃতপক্ষে স্বাভাবিকভাবে সৃষ্ট একটি পুঞ্জীভূত মেঘ। বায়ুস্থরের উপরের দিকের উষ্ণতাই এমন অদ্ভূদ আকার সৃষ্টির অন্যতম একটি কারণ। এমন সুন্দর একটি দৃশ্যের জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।
তথ্য: http://ictbangla21.blogspot.com এর সৌজন্যে।