দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর সময় বাকি নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের। নির্বাচন নিয়ে দেশজুড়ে যেনো গরম হাওয়া বইছে। অনেকেই অধির আগ্রহে অপেক্ষায় আছেন কখন নির্বাচন দেবেন। এমন এক পরিস্থিতিতে যদি আপনার ভোট অন্য কেও দিয়ে দেয় তখন কী করবেন? তখন ‘টেন্ডার ভোট’ দিতে পারবেন।
আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা এবং শেষে ফল প্রকাশ করা হবে। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ পিছিয়ে আগামী বছর অর্থাৎ ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
প্রায় ১ কোটি ২৩ লাখ নতুন ভোটার প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনে সবমিলিয়ে ১ হাজার ৮শ’রও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদেরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী প্রায় ১ হাজার ৭৫০ জন। বাকিরা হলেন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে বিপুল সংখ্যক রাজনৈতিক দল এবং প্রার্থী অংশ নেওয়ায় এবার একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে চলেছে। যদিও সারাদেশের বিভিন্ন প্রার্থীদের ওপর হামলা এবং প্রচারণা কাজে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে।
অনেক সময় ভোট দিতে গিয়ে দেখা যায় যে, ভোট দিতে ইচ্ছুক ব্যক্তির ভোটটি আগেই কেও দিয়ে গেছে। যে কারণে তাকে অনেক সময় জটিলতায় পড়তে হয়। নানা অনৈতিক উপায় অবলম্বন করে কেও কেও এমন বেআইনি কাজ করে বসেন। যদিও বর্তমান সময়ে ছবিযুক্ত লিস্ট থাকায় একজনের ভোট আরেক জনের পক্ষে দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তারপরও মাঝে মধ্যেই দেখা যায় এমন ঘটনা ঘটতে। তাই এই বিষয়ে সেই ভোটারকে কি করা উচিত তা হয়তো অনেকেরই জানা নেই। আর জ্ঞান না থাকার কারণে অনেকেই ভোট হয়ে গেছে দেখে বোকার মতোই বাড়ি ফিরে যান।
ভোটকেন্দ্রে গিয়ে যদি দেখেন আপনার ভোট অন্য কেও আগেই দিয়ে ফেলেছে, সেক্ষেত্রে হতাশ হয়ে ফিরে আসবেন না। তখন আপনি ‘টেন্ডার ভোট’ দিতে পারবেন।
বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাতে হবে। সেখানে ভোটার স্লিপ, জাতীয় পরিচয়পত্র বা আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করতে পারলেই আপনিও তখন ভোট দিতে পারবেন।
প্রিসাইডিং অফিসার তার সই করা ব্যালটে আপনার ভোট নিয়ে সেটি তার কাছেই রাখবেন। পরে তিনি গণনার সময় এটি যুক্ত করবেন।
This post was last modified on ডিসেম্বর ২৭, ২০১৮ 6:05 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুম থেকে উঠেই সকাল বেলা দুধ চা খেতে বারণ করেছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় গায়ক মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাড়ি-ঘোড়ায় প্রবল এক সংঘর্ষ ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাগপতে। দিল্লি-সাহারানপুর হাইওয়েতে…