দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কক্সবাজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে ঢাকায় মিরপুর ডিওএইচএস এর মধ্যেই প্রথম যাত্রা শুরু করল বাইসাইকেল শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান জোবাইক (JOBIKE)।
গত শনিবার (৫ জানুয়ারি) হতে প্রতিষ্ঠানটি ঢাকার ডিওএইচএস-এ আনুষ্ঠানিক সেবা প্রদানের মাধ্যমে নিজেদের যাত্রা শুরু করে। এই বাইকটি খুবই কম খরচে ব্যবহার করতে পারবেন। আর এই সেবা আপনি রাত-দিন ২৪ ঘন্টা পাবেন।
২। এখন আপনাকে নির্দিষ্ট সেলস পয়েন্ট হতে আপনার জোবাইক অ্যাকাউন্টে টাকা রিচার্জ করতে হবে।
এই জায়গাগুলো ছাড়াও ডিওএইচএস এর মধ্যে যেখানে পার্কিং অবস্থায় দেখবেন, সেখান থেকেই এই বাইক ব্যবহার করতে পারবেন। সাধারণত মিরপুর ডিওএইচএস পরিষদ বা কেন্দ্রীয় মসজিদের সামনে সর্বদা এই বাইক পাওয়া যায়।
৪। এখন জোবাইক অ্যাপসে প্রবেশ করে নিচের দিকে SLIDE TO UNLOCK লেখার উপর JO লেখাকে বামে টান দিন। তাহলে স্ক্যানার অন হয়ে যাবে। ক্যানারের মাধ্যমে বাইকের লকের উপরে থাকা কিউ আর কোড স্ক্যান করে বাইক আনলক করুন।
৫। বাইক আনলক করে আপনি ইচ্ছে মত মিরপুর ডিওএইচএস এলাকার মধ্যে বাইকটি চালাতে পারবেন। আপনার বাইক চালানো শেষ হলে ডিওএইচএস এর মধ্যে যেকোন নিরাপদ এবং সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় এমনকি আপনার বাসার সামনে হাত দিয়ে লক করে রেখে দিন। (লক করার সময় অ্যাপস ব্যবহার করার প্রয়োজন হয় না)
জোবাইকে কর্মরত কর্মীরা সারাক্ষণ ট্র্যাকিং করে বাইকের খোঁজ খবর রাখছেন। সেই সাথে ডিওএইচএস এর নিরাপত্তা কর্মীরা সারাক্ষণ এই সমস্ত বাইকের উপর নজরদারি রাখছেন। তাই বাইক চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার কোন অবকাশ নেই।
সর্বপরি বলা যায়, জোবাইক আমাদের সময় এবং অর্থ দুটোকেই অনেকটা বাঁচিয়ে দিবে। কারণ যেখানে রিক্সায় যেতে আপনার ২০-৩০ টাকা ভাড়া দিতে হত, সেখানে মাত্র ৫-৭ টাকায় নিজে বাইক চালিয়ে পৌছে যেতে পারছেন। একদিকে যেমন অর্থ ও সময় বাঁচবে, অন্যদিকে আমাদের শারীরিক ব্যায়ামের চাহিদাও পুরণ হয়ে যাবে। এই সার্ভিস আমরা যদি আন্তরিকতার সাথে গ্রহণ করি, তাহলে অল্পদিনের মধ্যে এই সেবা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। ফলে বাংলাদেশের মানুষের সময় এবং অর্থ সাশ্রয় হবে সেই সাথে নিয়মিত বাইসাইকেল চালানোর কারণে নানা ধরণের শারীরিক সমস্যা থেকে রক্ষা পাবে।
তাহলে আর দেরি কেনো আজ থেকে আপনিও হয়ে যান জোবাইকের একজন সদস্য এবং উপভোগ করুন জোবাইক বাইসাইকেল সেবা।
This post was last modified on জানুয়ারী ৯, ২০১৯ 7:39 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাজীদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করলো সৌদি আরব। এবার দেশটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভুল করে বিড়ালটির গায়ের উপর পা তুলে দেয় এক তরুণ।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কথা মনের মধ্যে চেপে না রেখে, তা খোলাখুলিভাবে বলে দিলেও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ঘোষণা করলো স্যামসাং। দুর্দান্ত এই…