প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন সরকার যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তার তালিকা প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমে। যা পাঠকদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো।

নতুন সরকার যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেয়ে থাকেন তার তালিকা প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমে। যা পাঠকদের জ্ঞাতার্থে তুলে ধরা হলো।

মন্ত্রীরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন

Related Post

বেতনভাতা ও অন্যান্য সুবিধা আইন দ্বারা নির্ধারিত:

# প্রধানমন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা।
# একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা।
# একজন প্রতিমন্ত্রীর বেতন মাসে ৯২ হাজার টাকা।
# একজন উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন হলো ১ লাখ ১৫ হাজার টাকা। অপরদিকে একজন পূর্ণ মন্ত্রী পান ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা ও উপমন্ত্রীরা বেতন পান ৮৬ হাজার ৫০০ টাকা। এই বেতনের বাইরেও তাঁরা নানা ধরনের সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের বেতনভাতাদি এবং অন্যান্য সুবিধা আইন দ্বারা নির্ধারিত।

দ্য প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট অনুযায়ী দেখা যায়:

প্রধানমন্ত্রীর মাসিক বেতন হলো ১ লাখ ১৫ হাজার টাকা। বর্তমান প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন (গণভবন) রয়েছে। সে ভবনের আসবাব এবং রক্ষণাবেক্ষণ সব হবে সরকারি খরচ-খরচায়। যদি প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে থাকতে না চান, তাহলে তিনি নিজের বাসা বা ভাড়া বাসাতেও থাকতে পারেন। সে ক্ষেত্রে তিনি বাসা ভাড়া বাবদ প্রতি মাসে ১ লাখ টাকা পাবেন। প্রধানমন্ত্রী সারা বছরের বিনোদনে খরচ হওয়া ভাতা সরকারি কোষাগার হতে পাবেন। প্রধানমন্ত্রী নিজের ও পরিবারের সদস্যদের ভ্রমণভাতা এবং দেশে বিনামূল্যে চিকিৎসাসুবিধাও পান। প্রধানমন্ত্রী ভ্রমণে থাকা অবস্থায় দৈনিক ৩ হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী বেতনভাতা

একজন পূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা কী কী সুযোগ-সুবিধা পাবেন, তা নির্ধারণ করা রয়েছে ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’-এ।

একজন মন্ত্রীর মাসিক বেতন পান ১ লাখ ৫ হাজার টাকা। প্রতিমন্ত্রীর বেতন হলো মাসে ৯২ হাজার টাকা এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা। তাঁদের এই বেতনের টাকা করমুক্ত। তাছাড়াও একজন মন্ত্রী মাসিক ১০ হাজার টাকা, প্রতিমন্ত্রী ৭ হাজার ৫০০ টাকা ও উপমন্ত্রী ৫ হাজার টাকা করে ভাতা পাবেন।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি পাবেন। তাছাড়া একটি জিপও পেয়ে থাকেন অফিশিয়াল কাজে বিশেষত ঢাকার বাইরে ব্যবহার করার জন্য। এই গাড়িটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভাগ, অধিদপ্তর সরবরাহ করে থাকে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা সরকারি বাসভবন পেয়ে থাকেন। মন্ত্রীরা সর্বোচ্চ ৫ লাখ টাকার আসবাব, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা ৪ লাখ টাকার আসবাব পেয়ে থাকেন।

তবে সরকারি বাসভবনে না থাকলে একজন মন্ত্রী মাসে ৮০ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী ৭০ হাজার টাকা করে মাসিক বাসাভাড়া পাবেন। বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোনসহ বিভিন্ন পরিষেবা বিলও সরকার পরিশোধ করবে। আবার যদি এমন বাসায় থাকেন যেখানে গৃহ নিরাপত্তারক্ষীদের থাকার ব্যবস্থা নেই, সেখানে সর্বোচ্চ ৪০ হাজার টাকা ব্যয়ে সাময়িকভাবে ছাউনি বা শেড করে দেবে সরকার।

আর দেশের ভেতরে প্লেন, ট্রেন ও লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীরা বিশেষ সুবিধাও পেয়ে থাকেন। বিমানে ভ্রমণের জন্য তাঁরা পান (বার্ষিক) ৮ লাখ টাকার বিমা সুবিধা। দেশের বাইরে অফিশিয়াল ভ্রমণের ক্ষেত্রে সরকার নিয়ম অনুযায়ী ব্যয় বহন করা হয়। ভ্রমণের ক্ষেত্রে সদর দপ্তরের বাইরে অবস্থান করলে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী প্রতিদিন ২ হাজার টাকা করে ও উপমন্ত্রী দেড় হাজার টাকা করে ভাতা পাবেন।

একজন পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাঁর নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব কিংবা জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব ও সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। তাছাড়া ২ জন ব্যক্তিগত কর্মকর্তা, ১ জন জমাদার, একজন আর্দালি, ২ জন এমএলএসএস (পিয়ন) এবং ১ জন পাচক পেয়ে থাকেন।

আর একজন উপমন্ত্রী পেয়ে থাকেন একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আর্দালি এবং একজন এমএলএসএস (পিয়ন)।

মন্ত্রীর বাসভবনে সরকারি খরচে একটি করে টেলিফোন থাকে। তাছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা অফিস ও সরকারি বাসভবনে ইন্টারনেট সুবিধা এবং মোবাইল ফোন পেয়ে থাকেন। তথ্যসূত্র: প্রথম আলো।

This post was last modified on জানুয়ারী ৯, ২০১৯ 4:11 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

নেতার ইলেকট্রিক গাড়ি শেষ পর্যন্ত দড়ি দিয়ে টেনে নিয়ে গেলো গরু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…

% দিন আগে

শীতার্তদের পাশে দাঁড়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…

% দিন আগে

স্লিপিং মাস্ক মেখে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…

% দিন আগে

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…

% দিন আগে

কনকনে শীতেও স্বস্তির কারণ হতে পারে বড় এলাচ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…

% দিন আগে

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে