কবুতরের সংস্পর্শে মানুষের মৃত্যুও হতে পারে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেকেই কবুতর পালি। কবুতরকে আমরা আদর-সোহাগ করে লালন-পালন করি। কিন্তু এই কবুতরের সংস্পর্শ মৃত্যু হতে পারে! এমন খবরে সকলেই হতবাক।

আমাদের দেশে শখ করে কবুতর পালেন এমন মানুষ রয়েছে বহু। দৈনন্দিন জীবনে তাদের যত্ন করতে তারা নানাভাবে কবুতরের সংস্পর্শে চলে আসেন। তবে নতুন একটি তথ্য হলো, এই কবুতরের সংস্পর্শই নাকি আপনার শরীরে নানা অসুখের কারণ হতে পারে! এমনকি মৃত্যুও ঘটতে পারে আপনার!

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সম্প্রতি গ্লাসগোতে একটি হাসপাতালে এক শিশুর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে কবুতরের বিষ্ঠার সঙ্গে সম্পর্কিত এক ধরনের প্রদাহকে।

প্রকাশিত সংবাদে জানা যায়, কুইন এলিজাবেথ হাসপাতালে একটি সমস্যা নিয়ে ভর্তি হয় এক শিশু। হাসপাতালে থাকা অবস্থাতেই কবুতরের বিষ্ঠা হতে ‘ক্রিপটোকক্কাস’ নামক এক ধরনের ছত্রাক সংক্রমণ ঘটে শিশুটির শরীরে। সেটি থেকে দেখা দেয় নতুন ধরনের এক অসুখ। কবুতরের বিষ্ঠার সংস্পর্শে আসা মাটিতেও এটি পাওয়া যায়।

হাসপাতালের যে ঘরে শিশুটিকে রাখা হয় সেটির খুব ছোট একটি ছিদ্র হতে কবুতরের বিষ্ঠা সম্ভবত ঘরে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। ওই প্রদাহ হতে শিশুটির মৃত্যু ঘটেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই নির্দিষ্ট প্রদাহটি অবশ্য মানুষ হতে মানুষে ছড়ায় না।

শুধু ছত্রাক সংক্রমণই নয়, কবুতরের বিষ্ঠা হতে মানবদেহে আরও কয়েকটি অসুখ হতে পারে। যেমন এক ধরনের ফ্লুও হতে পারে যার একটি হলো ‘সিটাকোসিস’। জ্বর, মাথাব্যথা, ফুসকুড়ি এগুলো এই রোগের সাধারণ লক্ষণ। অনেক সময় নিউমোনিয়া পর্যন্তও গড়াতে পারে এই সমস্যাটি হতে।

ফ্লু হতে ফুসফুসের একটি প্রদাহ হতে পারে যার নাম হলো ‘হিসটোপ্লাসমোসিস’। সালমোনেলা ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে মানবদেহ যা হতে সাধারণত ডাইরিয়া হয়।

বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম বা যারা এই শিশুটির মতো ইতিমধ্যেই কোনো শারীরিক সমস্যায় দুর্বল তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে কম।

খবরে বলা হয়েছে যে, সাধারণত দেখা যায়, কবুতরের বিষ্ঠা পরিষ্কার করতে গিয়েই সবচাইতে বেশি আক্রান্ত হওয়ার ঘটনাটি ঘটে। বিষ্ঠা পরিষ্কারের সময় সেখানকার বাতাসে তার যে কণা ভেসে বেড়ায় সেটি নি:শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে। কবুতরকে খাওয়াতে গিয়ে বা আদর করতে গিয়ে বিষ্ঠা গায়ে লেগেও আক্রান্ত হতে পারেন এই অসুখে।

যে কারণে কবুতরের খাঁচায় খুব বেশি বিষ্ঠা জমতে না দেয়াই উচিত। কবুতরের ঘর পরিষ্কার করার সময় অবশ্যই নাক-মুখ কিছু দিয়ে ঢেকে নিতে হবে। যদি শরীরের সঙ্গে কবুতর বা অন্য পাখির বিষ্ঠার সংস্পর্শ হয় তবে খুব সাবধানের সঙ্গে তা পরিষ্কার করতে হবে। মোট কথা কবুতর যারা পালেন তাদেরকে আরও সচেতন হতে হবে। কারণ রোগ কারও কখনও আপন হয়না।

This post was last modified on জানুয়ারী ২৩, ২০১৯ 5:03 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে

হৃদয় জুড়িয়ে যাওয়া মতো এক প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…

% দিন আগে

হার্টের জন্য অত্যন্ত উপকারী কাঁচকলা: কেনো খাবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…

% দিন আগে

শিক্ষার্থীদের অসামান্য অর্জনের স্বীকৃতি দিলো ব্রিটিশ কাউন্সিল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…

% দিন আগে

মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি বর্তমানে বাংলাদেশের বাজারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…

% দিন আগে