লাইফস্টাইল

হাসপাতালে গিয়ে যে কাজগুলো করা উচিৎ নয়

দি ঢাকা টাইমস ডেস্ক।। নিজে অসুস্থ হলে বা কোন রোগীকে দেখার জন্য প্রায়ই হাসপাতালে যাওয়া হয়। বিভিন্ন শ্রেণির মানুষের আনাগোনা দেখা যায়। যেহেতু এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা নেওয়া বা রোগীকে দেখতে আসা। তাই হাসপাতালের পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলা দরকার।

আর যখনি আমরা হাসপাতালের নিয়ম কানুন মানবো না, তখনি এর পরিবেশ নষ্ট হবে। আজ আমরা জানবো হাসপাতালে আমাদের যে সকল নিয়ম মেনে চলা উচিৎ।

১। কোন কারণ ছাড়া হাসপাতালে যাওয়া উচিৎ নয়।

২। রোগী দেখতে যাওয়ার সময় বা চিকিৎসা নিতে যাওয়ার সময় কোন সুগন্ধি মাখবেন না। কারণ হাসপাতালের অসুস্থ রোগীদের এতে সমস্যা
হতে পারে।

৩। হাসপাতালে প্রবেশের সময় ফোন সাইলেন্ট করে রাখুন এবং জরুরী প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। সেই সাথে ফোনে
কথা বলার সময় ফাঁকা জায়গায় গিয়ে ধীরে কথা বলুন।

৪। রোগী দেখতে গিয়ে হাসাহাসি করবেন না। এতে রোগী সহ অন্যান্যরা বিরক্ত হবে। তাই নিজেকে শান্ত রাখুন।

৫। প্রতিটি হাসপাতালেই রোগী দেখার একটি নির্দিষ্ট সময় থাকে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে রোগী দেখতে যাওয়ার চেষ্টা করবেন। অযথা অন্য
সময় গিয়ে হাসপাতালের কর্মীদের সাথে খারাপ আচরণ করবেন না।

৬। রোগী যদি বেশি অসুস্থ বোধ করে তবে সেখানে বেশিক্ষণ না থাকায় ভাল।

৭। রোগীর সামনে তার রোগ সম্পর্কে কোন জিজ্ঞাসা করা বা কাওকে বর্ণ্না দিবেন না। এতে রোগী আরো দুর্বল হয়ে যেতে পারে।

৮। হাসপাতালের খাবারের মান যদি খারাপ হয় তবে রোগীর সামনে তা বলবেন না। এতে রোগীর খাবারের প্রতি আগ্রহ কমে যাবে। কোন
সমস্যা মনে হলে তা কর্তৃপক্ষকে জানাতে পারেন।

৯। বাসার এমন কোন কথা রোগীর সামনে বলবেন না যা শুনে রোগী আরো অসুস্থ হয়ে যেতে পারে।

১০। নিজে অসুস্থ থাকা অবস্থায় অন্য রোগীকে দেখতে যাবেন না। এতে আপনি বা সেই রোগী অন্য রোগের সংক্রমণের সম্ভবনা থাকে।

১১। যেকোন কেবিন বা ওয়ার্ডে ঢুকে যাবেন না। তাই আগে থেকে নিশ্চিত হয়ে নিন আপনার রোগী কোন ওয়ার্ড বা কেবিনে আছে।

১২। কোন রকমের নেশা জাতীয় দ্রব্য হাসপাতালে সেবন করবেন না।

১৩। অন্য কোন রোগী বা নার্সদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না।

১৪। রোগী দেখতে যাওয়ার আগে এবং দেখে এসে হাত এবং পা ভাল করে ধুয়ে নিন।

১৫। হাসপাতালের মধ্যে কোন অবস্থাতেই অন্যের উপর রাগ দেখাবেন না এবং জোরে কথা বলবেন না।

১৬। যেখানে সেখানে কফ, থুথু এবং কোন জিনিস ফেলবেন না। নির্দিষ্ট স্থানে কফ বা থুথু ফেলুন এবং ডাস্টবিনে অপ্রয়োজনীয় জিনিস
ফেলুন।

১৭। শিশুদের সাথে করে রোগী দেখতে যাবেন না। কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই যেকোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা
থাকে।

১৮। রোগীর বিছানায় বসার চেষ্টা করবেন না। কারণ এতে রোগ সংক্রমণের সম্ভবনা থাকে।

১৯। রোগীর সাথে যতটা সম্ভব কম মানুষ থাকার চেষ্টা করবেন। অতিরিক্ত মানুষ থাকলে হাসপাতালের পরিবেশ নষ্ট হয়।

২০। রোগী ঘুমিয়ে থাকলে কোন অবস্থাতেই তাকে জাগানোর চেষ্টা করবেন না।

২১। রোগীকে তার শরীরের অবস্থা বুঝেই নির্দিষ্ট খাবার দেওয়া হয়। তাই অন্য খাবার খাওয়ানোর আগে নার্স বা ডাক্তারের কাছে শুনে তারপর
খাওয়াবেন।

এছাড়া একজন জ্ঞানী মানুষ হিসেবে আপনার কাছে যে কাজ গুলো করা ঠিক মনে হবে না, হাসপাতালে তা না করায় ভাল।

This post was last modified on মার্চ ৬, ২০১৯ 1:01 অপরাহ্ন

রায়হান মালিথা

Recent Posts

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে

দেশের জনপ্রিয় অভিনেত্রীর ছোটবেলার ছবি: বলুনতো এটি কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি দেশের জনপ্রিয় একজন অভিনেত্রীর ছোটবেলার…

% দিন আগে

ওয়ারেন্ট ঠেকাতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র: গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের…

% দিন আগে

ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি: কেবলমাত্র বুদ্ধিমানেরাই ৩০ সেকেন্ডে খুঁজে বের করতে পারবেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছবিতে লুকিয়ে রয়েছে একটি কাঁচি। তবে এই কাঁচির প্রতিকৃতিটি এই…

% দিন আগে