দি ঢাকা টাইমস ডেস্ক।। বর্তমানে জীবিকার তাগিদে সঙ্গীকে রেখে এক জেলা থেকে অন্য জেলা এমনকি এক দেশ থেকে অন্য দেশেও যাতে হচ্ছে। সেখানে দীর্ঘদিন থাকার কারণে অনেক জনের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আবার কারোর সম্পর্ক ছিন্ন হওয়ার উপক্রম হয়ে আছে। এই সমস্যাগুলো মূলত বেশ কিছু কারণে হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে কাছে না থাকা এবং বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া।
আজ আমরা আলোচনা করবো, সঙ্গী দূরে থাকলেও কিভাবেও নিজেদের মধ্যে সম্পর্ক অটুট রাখবেন।
১। প্রতিদিন ফোনে কথা বলুনঃ
সঙ্গীর সাথে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ফোনে কথা বলুন। এতে একে অপরের প্রতি ভালবাসা অটুট থাকবে। সবচেয়ে ভাল হয় যদি ভিডিও কলে কথা বলতে পারেন। তবে সব সময় কথা বলা থেকে বিরত থাকুন। দুজনের সুবিধামত সময় নির্ধারণ করে কথা বলুন। এতে কারোর কোন সমস্যা থাকবে না।
২। একে অপরের প্রতি বিরক্তমূলক কথা বলবেন নাঃ
দুজনে কথা বলার সময় সঙ্গীর কোন কথায় বিরক্ত হবেন না। এতে সম্পর্কে ছেদ পরতে পারে। কোন সমস্যা মনে হলে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন। আপনি বা আপনার সঙ্গী যদি বুঝতে পারে আপনি বা সে বার বার ফোন করা বা কোন কথা বলার কারণে বিরক্ত বোধ করছেন, তবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে।
৩। একে অপরকে বিশ্বাস করাঃ
সঙ্গীর প্রতি আপনার যদি বিশ্বাস না থাকে, তবে সম্পর্ক খুব দ্রুতই নষ্ট যাবে। তাই একে অপরকে পূর্ণ্রুপে বিশ্বাস করুন। যখনি একজন অন্যজনকে সন্দেহ করবেন, তখনি নানা ঝামেলার সৃষ্টি হবে । তাই কোন সমস্যা হলে তা দুজন খোলামেলাভাবে সমাধান করে ফেলুন।
৪। এসএমএস বা ছবি পাঠনোঃ
সঙ্গীকে সর্বদা মনের মধ্যে লালন করাতে মাঝে মাঝে তাকে সুন্দর সুন্দর এসএমএস এবং ছবি পাঠাতে পারেন। এতে আপনার প্রতি আপনার সঙ্গীর ভালবাসা আরো গভীর হবে। কারণ কথা বললে কিছুক্ষণ পর আর ইচ্ছে করলেও তা শোনা যায় না( যদি রেকর্ড না করে রাখেন)। কিন্তু এসএমএস বা ছবি যখন ইচ্ছে হবে, তখনি একবার পড়লে বা দেখলে মনের মধ্যে আবার ভালবাসা জেগে উঠবে। ফলে আপনাদের সম্পর্ক আরো দীর্ঘস্থায়ী হবে।
৫। বাড়ির নানা বিষয় শেয়ার করুনঃ
প্রতিদিন আপনার বাসায় কি করলেন, কি রান্না করলেন ইত্যাদি তার সাথে শেয়ার করুন। তাহলে মনে হবে সে আপনার কাছেই আছে। সে নিজের প্রতি কেমন যত্ন নিচ্ছে তা জানতে চাইতে পারেন। এতে সম্পর্ক আরো গভীর হবে। তবে এমন কোন বিষয় এড়িয়ে যেতে পারেন যা শোনার পর সে বেশি চিন্তিত হয়ে যাবে এবং সেই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ নয়।
৬। সঙ্গীর অপছন্দের কোন কাজ না করাঃ
আপনার এমন কোন কাজ করা উচিৎ নয় যা আপনার সঙ্গীর পছন্দ নয়। আবার আপনি এমন কোন কাজ করতে বাঁধা দিবেন না যা করলে কোন সমস্যা হবে না। তাই নিজেরা ভাল করে বুঝে একে অপরকে আদেশ নিষেধ করতে পারেন।
তাহলে আজ থেকেই নিজেদের মধ্যে সম্পর্ক অটুট রাখার জন্য উপরের উপায়গুলো অবলম্বন করতে শুরু করুন।